ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মুজিববাদী আদর্শ ৫০ বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল : নাহিদ ইসলাম 

বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : প্রতিনিধি
বক্তব্য রাখছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : প্রতিনিধি

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আজ ১৫ জুলাই, গত বছরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের বোনদের ওপর আক্রমণ করে নির্মম নির্যাতন চালিয়েছিল। মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এই বিভাজনের মাধ্যমে দেশকে পৃথক করেছিল শেখ হাসিনা। এই মুজিববাদী আদর্শ গত ৫০ বছর ধরে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিল। ‘২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বিভাজনকে তোয়াক্কা না করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি।’

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টায় ভোলা প্রেস ক্লাব চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল মর্যাদাভিত্তিক, বৈষম্যবিরোধী, মাফিয়াদের বিরুদ্ধে ও বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য। আমরা সেই ব্যবস্থার জন্য লড়াই করেছি।’

তিনি বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। বাংলাদেশ হবে শ্রমিকের, কৃষকের, মধ্যবিত্তের ও আমজনতার।’

নাহিদ ইসলাম বলেন, ‘ভোলার মানুষকে সকল উন্নয়ন সুযোগ-সুবিধা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যুগের পর যুগ। আজকের এই আধুনিক যুগেও ভোলাবাসীকে বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আজকে এসেছি সেই দূরত্ব গোছাতে। ভোলাবাসীর সঙ্গে আমাদের আর কোনো দূরত্ব থাকবে না।’

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘আমরা জানি, এই ভোলাতে একাধিক গ্যাস ক্ষেত্র রয়েছে এবং সারা দেশে গ্যাস যোগানদাতাদের মধ্যে অন্যতম। কিন্তু ভোলাবাসী গ্যাস থেকে বঞ্চিত। এখানের হাসপাতালগুলো অকার্যকর। শিক্ষা, চিকিৎসা নিতেও দূর-দূরান্তে যেতে হয়। আমরা চাই, ভোলা একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় এসময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, শহীদ হাসানের বাবা মনির হোসেন, যুবশক্তি নেতা আইনজীবী রাসেল, ‌ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক সালমা আক্তার, ফারজানা আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, বরিশাল অঞ্চল তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ফয়সাল মাহমুদ শান্ত, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত, মু. মাকসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়াও এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আক্তার মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

১০

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

১১

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

১২

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১৩

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১৪

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১৫

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৬

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৭

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৮

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৯

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

২০
X