বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নেতাদের বিরুদ্ধে বক্তব্য ঐক্য বিনষ্টের শামিল : মোস্তফা জামাল 

মৌলভীবাজারের কুলাউড়ায় এক স্মরণসভায় বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার। ছবি : কালবেলা
মৌলভীবাজারের কুলাউড়ায় এক স্মরণসভায় বক্তব্য দেন মোস্তফা জামাল হায়দার। ছবি : কালবেলা

সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, সাম্প্রতিক সময়ে কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য শোনা যাচ্ছে। যে বক্তব্য জাতীয় ঐক্য ও বিগত দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় এসেছে তা বিনষ্ট করার শামিল।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৪টায় মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে সুলতান কমপ্লেক্সে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আজীবন সহযোগী কৃষক ও শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নবাব আলী ছফদর খান রাজা সাহেবের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় তিনি বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এ ধরনের কুরুচিপূর্ণ, অসত্য আর ব্যক্তি আক্রমণকেন্দ্রিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য ও স্লোগান সব পক্ষকেই পরিহার করতে হবে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার নিন্দা জানিয়ে মোস্তফা জামাল হায়দার বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে, ফ্যাসিবাদী শক্তি এখনো ক্ষয় হয়ে যায়নি। এই মুহূর্তে, আবারও জুলাই-আগস্টের অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে নির্মূল করার শপথ নিতে হবে।

তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় রাজনৈতিক দলের সামনে উপস্থাপন করা হচ্ছে। সব বিষয়ের রাজনৈতিক দলগুলো ঐকমত্য হতে পারে না। যতটুকু ঐকমত্য হয়েছে তার ভিত্তিতেই জাতীয় সনদ প্রণয়ন করা দরকার।

স্মরণসভায় মোস্তফা জামাল হায়দার আরও বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সরকারের উচিত যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। যারা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মে জড়িত তারা যে দলের, যে মতের হোক না কেন, সরকারের উচিত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক করতে না পারে, তাহলে জুলাই অভ্যুত্থানের বিজয় নস্যাৎ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নবাব আলী ছফদর খান রাজা সাহেবের স্মৃতিচারণ করে মোস্তফা জামাল হায়দার বলেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দেখেছি নবাব আলী ছফদর খান, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিশ্বস্ত সহযোগী হিসেবে দেশের শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে লড়াই করে যাচ্ছেন। বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলে তিনি কৃষক ও চা শ্রমিকদের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন।

স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য (কাজী জাফর) নবাব আলী আব্বাস খান, সাপ্তাহিক হক কথার সম্পাদক সৈয়দ ইরফানুল বারি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

১০

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১১

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১২

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১৩

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৪

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৫

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৬

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৭

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

১৮

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

১৯

নতুন কর্মসূচি দিল এনসিপি

২০
X