সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

সাতক্ষীরা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’। ছবি : কালবেলা
সাতক্ষীরা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’। ছবি : কালবেলা

১৬ জুলাই সাতক্ষীরায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশি নির্যাতনে আহত এবং নিহতদের স্মরণে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

তবে সাতক্ষীরায় আন্দোলনের সূচনা করা ও নেতৃত্বদানকারী মূল সংগঠকরা এই অনুষ্ঠানে আমন্ত্রণই পাননি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেনসহ আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

এই আয়োজনে বাদ পড়েছেন আন্দোলনের সূতিকারক ও সাতক্ষীরার প্রধান সংগঠক ইমরান হোসেনসহ তার সহযোগী কয়েকজন প্রথম সারির নেতা। ২০২৪ সালের ৫ জুন সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের সূচনা হয় ইমরানের নেতৃত্বেই। তিনি ছিলেন জেলার প্রধান সমন্বয়কারী। পরে ১৩ জুলাই ছাত্র-জনতা একত্রিত হয়ে রাজপথে নামে। ওই দিন থেকে শুরু হয় সাতক্ষীরার রাজপথের ইতিহাস। এরপর ১৮ জুলাই ইমরানসহ ৩৫ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ আন্দোলনের রক্তাক্ত মুহূর্তগুলোই পরবর্তীতে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে স্মরণীয় হয়ে ওঠে।

জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বখতিয়ার হোসেন বলেন, ইমরান ভাইয়ের হাত ধরেই আমরা আন্দোলনের সাহস পেয়েছিলাম। রাজপথে প্রথম নেমে পুলিশের বেষ্টনী ভেঙে সামনে যাওয়ার ডাক তিনিই দিয়েছিলেন। অথচ আজ তাকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনকি তার অবদানটির কথাও উচ্চারিত হলো না সভায়। এটা শুধু অন্যায় নয়, আমাদের ইতিহাস বিকৃতির একটি চিত্র। শহীদদের স্মরণ করতে গিয়ে যদি ইতিহাস ভুলে যাই, তাহলে সেই স্মরণ কতটা অর্থবহ।

এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাভিল হোসেন তামীম বলেন, সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি রয়েছে। সেই কমিটি অনুযায়ী জুলাই দিবসের কর্মসূচিতে ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণ না পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে কোটা সংস্কার আন্দোলনের সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়কারী ইমরান হোসেন বলেন, সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের শুরুটা আমরা কয়েকজন সাধারণ ছাত্র মিলে করি। তখন কেউ পাশে ছিল না। রাজনৈতিক দলগুলো তখন বিষয়টি এড়িয়ে গিয়েছিল। পরে যখন আন্দোলন বড় হয়, তখন তারা এগিয়ে আসে। কিন্তু আজ যে কর্মসূচি হচ্ছে, সেখানে আমন্ত্রণ না পেয়ে মনে হচ্ছে ইতিহাস থেকে আমাদের মুছে ফেলার চেষ্টা চলছে। এটা কেবল আমাদের অপমান নয়, আন্দোলনের চেতনারও অসম্মান। আমরা চাই, ইতিহাসের প্রতি শ্রদ্ধা থাকুক। যারা শুরু করেছিলেন, যারা রক্ত দিয়েছেন, তাদের স্থান যেন মঞ্চে না হলেও অন্তত স্মরণে থাকে।

আন্দোলনের অন্য অনেক নেতাকর্মীও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, ‘জুলাই শহীদ দিবস’ শুধু একটি স্মরণ অনুষ্ঠান নয়, এটি একটি প্রতিরোধের ইতিহাস— যা বিকৃত হলে ভবিষ্যৎ প্রজন্মের সামনে ভুল বার্তা পৌঁছাবে।

এ বিষয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মোবাইলে একাধিকবার কল ও খুদে বার্তা (এসএমএস) দিলেও তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১০

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১১

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১২

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৩

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

১৪

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

১৬

বেগম খালেদা জিয়া / গৃহিণী থেকে দেশনেত্রী এবং জাতির আত্মগৌরবের এক অনিবার্য প্রতীক

১৭

নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

১৮

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

১৯

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা

২০
X