সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় একটি মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুলাই) সকাল ও সন্ধ্যায় দুদফায় হরিনগর বাজারে অবস্থিত প্যারামিড ফিশারিজ লিমিটেডে এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপি নেতা কাসেম মোড়ল ও ধনাঢ্য ব্যবসায়ী মৃত সাত্তার মোড়লের ছেলে সালাউদ্দিন শাওন।
প্যারামিড ফিশারিজ লিমিটেডের সাইট ম্যানেজার আলমগীর জানান, সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে দু’দফায় আমাদের প্রজেক্টে হামলা লুটপাট করা হয়। প্রায় শতাধিক লোকজন নিয়ে তারা হামলা ও লুটপাট চালায়।
তিনি বলেন, বুধবার সকালে তারা পূর্ব পরিকল্পনা মাফিক হাতে রাম দা, গাছি দা, ধারালো দা, হকিস্টিক, লোহার রড, জিআই পাইপ, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্র নিয়ে প্যান্ডামিক ফিসারিস লি. প্রবেশ করে প্রথমে প্রজেক্টের সিসি ক্যামেরা ও অফিস ঘর ভাঙচুর করে। অফিস কক্ষে লুটপাট করে চলে যায়।
পরবর্তীতে, সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে সন্ধ্যার পূর্বে পুনরায় প্রজেক্টে গিয়ে মাছ, মাছের খাবার, ৩০টি গবাদি পশু (গরু) প্রজেক্টের গুরুত্বপূর্ণ মেশিন, যন্ত্রপাতি, কারেন্টের তার, মূল্যবান যাবতীয় সরঞ্জামাদি লুটপাট করে ও ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া প্রজেক্টের ১শ ৮০টি পুকুরের মধ্যে আনুমানিক শতাধিক পুকুরে বেড় জাল ও খেপলা জাল ফেলিয়া বিভিন্ন প্রজাতির লুটপাট করে।
প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের মালিক সাইদুর রহমান জানান, ৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় আমার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়েছে। চাঁদা চাওয়ার বিষয়ে আমি আগে থেকে প্রশাসনের কাছে অভিযোগ করেছিলাম। তারা সময় মতো ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি হতো না
তিনি বলেন, ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছরের লিজ নিয়ে আমি প্যান্ডামিক ফিসারিস লি. নামের মাছের প্রজেক্টটা পরিচালনা করে আসছি। এজন্য নিজস্ব বিনিয়োগ ছাড়াও এনআরবিসি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে জমির মালিকদের লিজ ডিডের শর্তানুযী নিয়মিত হারীর টাকা পরিশোধ করে এ প্রকল্পটির ব্যবসা পরিচালনা করছি। সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওন স্থানীয় প্রভাবশালী হওয়ায় পূর্ব থেকে আমার কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। আমি অহেতুক চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করি। এসব বিষয়ে আমি ওসি ও ইউএনও শ্যামনগর এবং জেলা প্রশাসক ও এসপি বরাবর আগেই অভিযোগ করেছি।
অভিযুক্ত সাবেক চেয়ারম্যান নেতা কাসেম মোড়ল বলেন, প্যারামিড ফিশারিজ লিমিটেডের ঘটনাটি আমি শুনেছি। তবে এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এলাকায় জনপ্রিয় হওয়ায় কোনো কিছু হলে আমার নাম হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা কালবেলাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা এখনও সেখানেই অবস্থান করছে। আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন