সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

হামলায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। ছবি : কালবেলা
হামলায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। ছবি : কালবেলা

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় একটি মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুলাই) সকাল ও সন্ধ্যায় দুদফায় হরিনগর বাজারে অবস্থিত প্যারামিড ফিশারিজ লিমিটেডে এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপি নেতা কাসেম মোড়ল ও ধনাঢ্য ব্যবসায়ী মৃত সাত্তার মোড়লের ছেলে সালাউদ্দিন শাওন।

প্যারামিড ফিশারিজ লিমিটেডের সাইট ম্যানেজার আলমগীর জানান, সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে দু’দফায় আমাদের প্রজেক্টে হামলা লুটপাট করা হয়। প্রায় শতাধিক লোকজন নিয়ে তারা হামলা ও লুটপাট চালায়।

তিনি বলেন, বুধবার সকালে তারা পূর্ব পরিকল্পনা মাফিক হাতে রাম দা, গাছি দা, ধারালো দা, হকিস্টিক, লোহার রড, জিআই পাইপ, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্র নিয়ে প্যান্ডামিক ফিসারিস লি. প্রবেশ করে প্রথমে প্রজেক্টের সিসি ক্যামেরা ও অফিস ঘর ভাঙচুর করে। অফিস কক্ষে লুটপাট করে চলে যায়।

পরবর্তীতে, সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে সন্ধ্যার পূর্বে পুনরায় প্রজেক্টে গিয়ে মাছ, মাছের খাবার, ৩০টি গবাদি পশু (গরু) প্রজেক্টের গুরুত্বপূর্ণ মেশিন, যন্ত্রপাতি, কারেন্টের তার, মূল্যবান যাবতীয় সরঞ্জামাদি লুটপাট করে ও ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া প্রজেক্টের ১শ ৮০টি পুকুরের মধ্যে আনুমানিক শতাধিক পুকুরে বেড় জাল ও খেপলা জাল ফেলিয়া বিভিন্ন প্রজাতির লুটপাট করে।

প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের মালিক সাইদুর রহমান জানান, ৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় আমার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়েছে। চাঁদা চাওয়ার বিষয়ে আমি আগে থেকে প্রশাসনের কাছে অভিযোগ করেছিলাম। তারা সময় মতো ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি হতো না

তিনি বলেন, ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছরের লিজ নিয়ে আমি প্যান্ডামিক ফিসারিস লি. নামের মাছের প্রজেক্টটা পরিচালনা করে আসছি। এজন্য নিজস্ব বিনিয়োগ ছাড়াও এনআরবিসি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে জমির মালিকদের লিজ ডিডের শর্তানুযী নিয়মিত হারীর টাকা পরিশোধ করে এ প্রকল্পটির ব্যবসা পরিচালনা করছি। সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওন স্থানীয় প্রভাবশালী হওয়ায় পূর্ব থেকে আমার কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। আমি অহেতুক চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করি। এসব বিষয়ে আমি ওসি ও ইউএনও শ্যামনগর এবং জেলা প্রশাসক ও এসপি বরাবর আগেই অভিযোগ করেছি।

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান নেতা কাসেম মোড়ল বলেন, প্যারামিড ফিশারিজ লিমিটেডের ঘটনাটি আমি শুনেছি। তবে এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এলাকায় জনপ্রিয় হওয়ায় কোনো কিছু হলে আমার নাম হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা কালবেলাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা এখনও সেখানেই অবস্থান করছে। আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঘরে ঢুকে ২ নারীকে কুপিয়ে হত্যা

১৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

বিপিএমসিএ’র প্রথম নির্বাচিত সভাপতি মহিউদ্দিন, সম্পাদক মোয়াজ্জেম

গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আ.লীগ : প্রেস উইং

বিবিএসের প্রকল্প সংস্কৃতি সমস্যা হয়ে দাঁড়িয়েছে: টাস্কফোর্স

উত্তরাকে একটি ‘গ্রিন বেল্ট’ অঞ্চলে পরিণত করা হবে: ডিএনসিসি প্রশাসক

নীলফামারী জেলা বিএনপির কমিটি বিলুপ্ত

জুলাই স্মৃতি জাদুঘরের ক্রয়প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ: টিআইবি

৬ দফা দাবি আদায়ে ঢাকায় জুলাই ঐক্যের প্রতীকী কফিন ও মশাল মিছিল

১০

দেশ সেরা ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

১১

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

১২

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

১৩

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

১৪

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

১৫

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

১৬

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

১৭

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

১৮

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

১৯

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

২০
X