সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

হামলায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। ছবি : কালবেলা
হামলায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্র। ছবি : কালবেলা

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় একটি মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (১৭ জুলাই) সকাল ও সন্ধ্যায় দুদফায় হরিনগর বাজারে অবস্থিত প্যারামিড ফিশারিজ লিমিটেডে এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক বিএনপি নেতা কাসেম মোড়ল ও ধনাঢ্য ব্যবসায়ী মৃত সাত্তার মোড়লের ছেলে সালাউদ্দিন শাওন।

প্যারামিড ফিশারিজ লিমিটেডের সাইট ম্যানেজার আলমগীর জানান, সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে দু’দফায় আমাদের প্রজেক্টে হামলা লুটপাট করা হয়। প্রায় শতাধিক লোকজন নিয়ে তারা হামলা ও লুটপাট চালায়।

তিনি বলেন, বুধবার সকালে তারা পূর্ব পরিকল্পনা মাফিক হাতে রাম দা, গাছি দা, ধারালো দা, হকিস্টিক, লোহার রড, জিআই পাইপ, শাবল ইত্যাদি দেশীয় মারাত্মক অস্ত্র নিয়ে প্যান্ডামিক ফিসারিস লি. প্রবেশ করে প্রথমে প্রজেক্টের সিসি ক্যামেরা ও অফিস ঘর ভাঙচুর করে। অফিস কক্ষে লুটপাট করে চলে যায়।

পরবর্তীতে, সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওনের নেতৃত্বে সন্ধ্যার পূর্বে পুনরায় প্রজেক্টে গিয়ে মাছ, মাছের খাবার, ৩০টি গবাদি পশু (গরু) প্রজেক্টের গুরুত্বপূর্ণ মেশিন, যন্ত্রপাতি, কারেন্টের তার, মূল্যবান যাবতীয় সরঞ্জামাদি লুটপাট করে ও ৮টি মোটরসাইকেল ভাঙচুর করে। এছাড়া প্রজেক্টের ১শ ৮০টি পুকুরের মধ্যে আনুমানিক শতাধিক পুকুরে বেড় জাল ও খেপলা জাল ফেলিয়া বিভিন্ন প্রজাতির লুটপাট করে।

প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের মালিক সাইদুর রহমান জানান, ৩ কোটি টাকা চাঁদা না দেওয়ায় আমার প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়েছে। চাঁদা চাওয়ার বিষয়ে আমি আগে থেকে প্রশাসনের কাছে অভিযোগ করেছিলাম। তারা সময় মতো ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি হতো না

তিনি বলেন, ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছরের লিজ নিয়ে আমি প্যান্ডামিক ফিসারিস লি. নামের মাছের প্রজেক্টটা পরিচালনা করে আসছি। এজন্য নিজস্ব বিনিয়োগ ছাড়াও এনআরবিসি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে জমির মালিকদের লিজ ডিডের শর্তানুযী নিয়মিত হারীর টাকা পরিশোধ করে এ প্রকল্পটির ব্যবসা পরিচালনা করছি। সাবেক চেয়ারম্যান কাসেম মোড়ল ও সালাউদ্দিন শাওন স্থানীয় প্রভাবশালী হওয়ায় পূর্ব থেকে আমার কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। আমি অহেতুক চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করি। এসব বিষয়ে আমি ওসি ও ইউএনও শ্যামনগর এবং জেলা প্রশাসক ও এসপি বরাবর আগেই অভিযোগ করেছি।

অভিযুক্ত সাবেক চেয়ারম্যান নেতা কাসেম মোড়ল বলেন, প্যারামিড ফিশারিজ লিমিটেডের ঘটনাটি আমি শুনেছি। তবে এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি এলাকায় জনপ্রিয় হওয়ায় কোনো কিছু হলে আমার নাম হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা কালবেলাকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা এখনও সেখানেই অবস্থান করছে। আমরা লিখিত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একযোগে তিন দেশে এইচআইভির টিকাদান শুরু

দুপুর পর্যন্ত যেমন থাকবে ঢাকার আবহাওয়া

রাজধানীতে আজ কোথায় কী

এলপি গ্যাসের দাম বাড়বে কি না জানা যাবে আজ

রাশিয়া-ইউক্রেন সমঝোতার ‘গতি বাড়ছে’

চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি, ৪২ বছরেও আবেদন

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, জানালেন সড়ক উপদেষ্টা

সিরিয়ায় চাপ কমাতে ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

পরোপকারী সঞ্জীবের এমন মৃত্যু কেউ মানতে পারছে না

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

২ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

ভারতের অনুমতি মিলল দুদিন পর, ভুটানের পথে ট্রানশিপমেন্ট

১৩

মোংলা বন্দরের ৭৫ বছর পূর্তি উদযাপন

১৪

বরিশালে ৮ দলের বিভাগীয় সমাবেশ মঙ্গলবার

১৫

টঙ্গীতে জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

১৬

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি : বাবুল

১৭

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

১৮

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

১৯

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার সুস্থতা প্রয়োজন : মান্নান

২০
X