গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৭৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ থেকে ৩০০ জনকে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মামলাটি করেন কাশিয়ানী থানার পুলিশ উপপরিদর্শক আলিমুল হুদা জনি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, এনসিপি কর্মসূচি চলাকালে রাস্তার ওপর গাছ ফেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এ সহিংসতা চালানো হয়।
এর আগে, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়ায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপির কর্মসূচি চলাকালে গোপালগঞ্জে সংঘর্ষে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, ভাঙচুর, হামলা ও সহিংসতাও চালানো হয়।
এদিকে সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কারফিউয়ের মেয়াদ শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আবার শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও কারফিউর সময় বাড়ানো হয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। যেখানে ৭৪ জন এজাহারভুক্ত ও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলায় অভিযান পরিচালনা করে অজ্ঞাত ২৪ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামিসহ সকলকে আটক করার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন