চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন এলাকা ডেবারপাড় ঝর্ণাপাড়ার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রোববার (২০ জুলাই) বিকেলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ডবলমুরিং থানার এসি কাজি মোহাম্মদ বিধান আবিদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশের ধারণা, ১৫ থেকে ২০ দিন আগে হত্যার পর ওই তরুণীর লাশ ডোবায় ফেলে রাখা হয়। লাশের মাথা নেই, দুই হাতের কবজি ও পায়ের পাতা নেই। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ডবলমুরিং থানার এসি কাজি মোহাম্মদ বিধান আবিদ বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যার পর এ ডোবায় ফেলে দিয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
মন্তব্য করুন