কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরাম স্মরণে স্মৃতিফলক উন্মোচন ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) উপজেলার মেহেরনামা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠিত হয়।
‘আমার চোখে দেখা জুলাই বিপ্লব’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মারুফ। এ সময় শহীদ ওয়াসিম আকরামের স্মৃতিবিজড়িত শিক্ষাঙ্গন মেহেরনামা উচ্চ বিদ্যালয় চত্বরে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।
ইউএনও মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, জেলার স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী মো. সাইফুদ্দিন, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহছান উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক ছরওয়ার হোছাইন, জুলাই সমন্বয়ক হিরণ সরওয়ার, ছাত্রদল নেতা নাইমুর রহমান হৃদয় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন