কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

রাজধানীর শিল্পকলা একাডেমিতে তরুণ আলোকচিত্রদের গুরুত্বপূর্ণ মুহূর্তের গল্প তুলে ধরতে চতুর্থবারের মতো পর্দা উঠেছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘শাটার স্টোরিস’।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নম্বর গ্যালারিতে এই আয়োজন চলবে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত।

ইউনাইটেড হেলথকেয়ার সার্বিক সহযোগিতায় হওয়া এবারের আয়োজনে দেশের প্রায় এক হাজার আলোকচিত্রীর অংশগ্রহণে জমা পড়ে প্রায় ১১ হাজার ছবি। সেখান থেকে বিচারকদের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ৭৮টি একক ছবি ও ৬টি ফটোস্টোরি। নির্বাচিত ছবিগুলোতে আলো, রঙ ও কম্পোজিশনে সময়, সমাজ ও মানুষের নানা গল্প ফুটে উঠেছে।

এবারের ‘শাটার স্টোরিস’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন স্বনামধন্য আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন, মোহাম্মাদ রাকিবুল হাসান ও মাহমুদ হোসেইন অপু।

বিচারকেরা বলেন, বাংলাদেশের শিল্প ও সাহিত্যের বিকাশে আলোকচিত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

একদিনের প্রস্তুতিতে এমন একটি বড় আয়োজন সম্পন্ন করতে পেরে উচ্ছ্বসিত আয়োজকেরা। তাঁরা জানিয়েছেন, নির্বাচিত সেরা আলোকচিত্রগুলো শিল্পকলা একাডেমির গ্যালারিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট পুলক সিকদার বলেন, প্রায় দেড় বছরের চেষ্টার পর আজ আমাদের শাটার স্টোরিজ চ্যাপ্টার-৪ সফলভাবে শুরু হয়েছে। এসময় সবাইকে এক্সিবিশন দেখতে যাওয়ার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ একটা সময়-শ্রমের পর আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম নামানোর আনন্দ বলার বাইরে। আমরা আশা করছি, এই এক্সিবিশন সকলের মনে জায়গা করে নেবে।

আয়োজকদের আশা, আলো ও রঙের কম্পোজিশনের মাধ্যমে সঠিক মুহূর্ত ধরে রাখার এই যাত্রা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে।

এবারের প্রদর্শনীতে বিজয়ী ছয় আলোকচিত্রীকে মোট ৫০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে।

শিল্পকলা একাডেমিতে প্রদর্শনী শেষ হওয়ার পর আয়োজনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে। আগামী ৬ ও ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি এই আলোকচিত্রগুলো দেখার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

যুক্তরাষ্ট্রে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক ৮ ফ্লাইট

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা

আজ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র তুলবেন যেভাবে

১০

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

১১

কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকার বাতাসের অবস্থান কত

১২

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

১৩

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১৪

দুই ইসরায়েলিকে হত্যা, আহত ৬

১৫

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা ব্যাংক

১৬

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

১৭

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখেছেন তারেক রহমান

১৮

গ্র্যাচুইটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরি

১৯

বিপিএলসহ টিভিতে যত খেলা

২০
X