কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু

নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

মানুষের ভোটাধিকারের বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। তিনি বলেন, সব ষড়যন্ত্র রুখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন খুব সহজ হবে না; বরং এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তবে বিএনপির সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই অর্জন হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই বলেছিলেন- অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে। আজকে কি আপনারা বুঝতে পারছেন- তারেক রহমানের সেই কথার অর্থ? তবে যতই ষড়যন্ত্র হোক না কেন- আমরা বিএনপি নামক পরিবারের সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিজয় আমাদেরই হবে, আমরাই সফল হবো। বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা যাবে না। আশপাশের অনেকেই ব্যক্তিস্বার্থে কাছে আসবে, পরে দলের দুঃসময়ে চলে যাবে। এসব সুযোগ সন্ধানীদের থেকে আমাদের প্রত্যেককে সাবধান থাকতে হবে।

সংস্কার প্রসঙ্গে তাইফুল ইসলাম টিপু বলেন, আজকে যারা সংস্কারের কথা বলছেন, তাদের মনে করিয়ে দিতে চাই- শহীদ জিয়ার সৈনিকরা আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপির ৩১ দফায় রাষ্ট্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। সরকারের ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গেও এই ৩১ দফার অধিকাংশ বিষয় মিলে যায়, কেবল দু-একটি বিষয়ে সামান্য পার্থক্য থাকতে পারে।

বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা জানি কীভাবে খাদ্য উৎপাদন বাড়াতে হয়, কীভাবে লক্ষ-কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। দেশের ২০ কোটি মানুষ যেভাবে চাইবে, সেভাবেই দেশ পরিচালিত হবে। আমাদের লক্ষ্য, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

বিএনপির এই কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক বলেন, কাউকে ছোট করতে চাই না, কাউকে হেয়-ও করতে চাই না। শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখাই আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আল্লাহ যদি সুযোগ দেন- লালপুর ও বাগাতিপাড়াকে বাংলাদেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

টিপু বলেন, বিএনপি আশা করছে- অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার প্রচারণা উপলক্ষে এই সমাবেশ হয়। বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

জুলাই গণঅভ্যুত্থানের প্রাণ ভোমরারা হতাশ হয়েছেন : নুর

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

এবার চট্টগ্রামে সাংবাদিককে গলা টিপে হত্যাচেষ্টা

সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

এনসিপির হয়ে নির্বাচন করব কিনা সিদ্ধান্ত নেইনি : আসিফ মাহমুদ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

প্রবাসেও আপ বাংলাদেশের কমিটি ঘোষণা 

ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায়

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার চেক দিল যমুনা অয়েল

১০

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা-অটোরিকশা দিলেন তারেক রহমান

১১

৩০০ আসনে নির্বাচনের পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ 

১২

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

১৩

সামাজিক কাজে অবদান রাখায় নিবন্ধন পেল প্রভাত

১৪

স্বাস্থ্যের ডিজির আশ্বাসে মন গলেনি, নতুন কর্মসূচি ছাত্র-জনতার

১৫

শহীদ মিনারে কাফনের কাপড় পরে বস্তিবাসীদের অবস্থান

১৬

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর

১৭

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

১৮

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

১৯

গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

২০
X