চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যমুনার গর্ভে বিলীন ৫শ বাড়িঘর

একযুগ ধরে চলছে যমুনার ভাঙন। ছবি : কালবেলা
একযুগ ধরে চলছে যমুনার ভাঙন। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নদী ভাঙন নতুন কিছু নয়। ২১০ বর্গকিলোমিটারের এ উপজেলা এক যুগেরও বেশি সময় ধরে গ্রাস করছে যমুনা। যমুনা নদীর অব্যাহত ভাঙনে উপজেলা পরিষদ, থানা ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স, নানা গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ৬০ শতাংশ এলাকা বিলীন হয়েছে অনেক আগেই। দীর্ঘদিন ধরেই অবশিষ্ট এলাকায় স্থায়ী বেড়িবাঁধ দাবি করে আসছেন ভাঙনকবলিতরা।

চলতি বর্ষা মৌসুমে ঘোড়জান, উমারপুর, উত্তর খাসপুকুরিয়া, বাঘুটিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ, চরবিনানই, চরসলিমাবাদ, ভূতের মোড় এলাকার ৫শ বাড়িঘর, অসংখ্য গাছপালা, বিস্তীর্ণ ফসলি জমি, ৪০টি দোকানসহ ৬টি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর মধ্যে অনেকেই গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে বসবাস করছে। আগামী কয়েক দিনের মধ্যে ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নিলে চৌবাড়িয়া বিএম কলেজ, পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়, পয়লা দাখিল মাদ্রাসা, ৮টি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, এতিমখানা, শত বছরের কবরস্থানসহ ১৭টি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে চৌহালীর খাসপুকুরিয়া হতে চরসলিমাবাদ পর্যন্ত নদীতীর সংরক্ষণের জন্য প্রায় ৪৭ কোটি টাকার একটি প্রকল্পের অনুমোদন হয়। গত ২ জুন নদীতীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তবে উদ্বোধনের তিন মাস পার হলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ভাঙনকবলিতদের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে নতুন করে আমরা গৃহহীন হয়েছি। যখন ভাঙন তীব্র হয় অল্পকিছু জিও ব্যাগ ডাম্পিং করে চলে যায় আর খবর থাকে না। সময়মতো কাজ শুরু করলে নতুন করে শত শত ঘরবাড়ি আর বিলীন হতো না।

চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুন বলেন, তিন বছর আগে পৈতৃক ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হয়। নদী আবারও বর্তমান বাড়ির নিকটে চলে এসেছে। এলাকার মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বাঘুটিয়ার ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা বলেন, দেওয়ানগঞ্জ, চরসলিমাবাদ ভূতের মোড়ের ভাঙনের তীব্রতা বেড়েছে৷ জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হলেও প্রয়োজনের তুলনায় খুবই কম।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, চৌহালীতে দীর্ঘদিন ধরে নদীভাঙন অব্যাহত রয়েছে। বন্যার পানি বৃদ্ধির কারণে প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি, পানি কমে গেলে অক্টোবরে কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

পুকুরে মিলল রুপালি ইলিশ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

১০

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

১১

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১২

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১৩

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১৪

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৫

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১৬

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

১৭

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১৮

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১৯

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

২০
X