পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পঞ্চগড় সীমান্তে পড়েছিল বাংলাদেশির লাশ

হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নুর ইসলাম (৩৫) নামে বাংলাদেশি এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫২ এর দুই নম্বর সাব পিলার সংলগ্ন বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুর ইসলাম বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের বকশীগঞ্জ গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ, বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ঘাগড়া মোমিনপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন গরু ব্যবসায়ী নুর ইসলাম। এসময় বিএসএফের ১৯৫ কাঞ্চনজঙ্ঘা বিওপির টহল দল তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখেন সীমান্তের লোকজন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা মরদহে উদ্ধার করেন।

এ ঘটনায় নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আব্বান করা হয়েছে বলে জানায় বিজিবি সূত্র।

হারিভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম বলেন, ‘এর আগেও এই সীমান্ত এলাকায় গুলিতে বাংলাদেশি নিহত হয়েছিল। বুধবার গভীর রাতে স্থানীয়রা গুলির শব্দ শুনতে পায়। তখন লোকজন সেখানে কোনো মরদেহ দেখতে পায়নি। তবে সকালে সীমান্ত এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। সম্ভবত তার পেছন থেকে গুলি লেগে বাম চোখের নিচ দিয়ে বের হয়ে যায়।’ সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে সীমান্তের বাংলাদেশি এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে মারাত্মক জখম পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান হাকিমকে একাধিকবার চেষ্টা করেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির এক কর্মকর্তা জানান, বুধবার রাতে কয়েকজন চোরাকারবারি গরু পারাপারের জন্য ভারতে প্রবেশ করে। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালালে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই’

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন যুক্তরাষ্ট্রের 

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের আঁখড়া

যে কৌশলে বুঝবেন খেজুরের গুড় আসল নাকি নকল

তীব্র শীতে বেড়েছে পিঠার চাহিদা

হাইমচর সমিতির সভাপতি আজাদ, সম্পাদক মাহবুব

আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান 

‘আমরা রাস্তা চাই না, জমি না থাকলে না খেয়ে মরতে হবে’

১০

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

১১

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

১২

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

১৩

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

১৪

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

১৫

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

১৬

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

১৭

কারাগারে হাজতির মৃত্যু

১৮

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১৯

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

২০
X