যশোরের ঝিকরগাছায় জমির প্রাচীর দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে চাচাত ভাইয়ের হাতে কামরুজ্জামান কামু (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামে।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও তিনজন। তারা বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনায় গ্রামজুড়ে আতংক বিরাজ করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলীর দুই ছেলে উসমান আলী (৩৮) ও আলী হোসেন (৩৩) নিজেদের বসত ভিটায় প্রাচীর তৈরি করছে। এতে করে তার চাচাত ভাই নুরুল হক সরদারের ছেলে কামরুজ্জামান কামু তাদের জমির সীমানা নির্ধারণ করে প্রাচীর নির্মাণের জন্য বলে। এ ঘটনায় উত্তেজিত হয়ে উসমান আলী ও আলী হোসেন বাড়ি থেকে রামদা নিয়ে কামরুজ্জামান কামুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় কামরুজ্জামানের ভাবি আনোয়ারা বেগম (৫৬), ভাইপো আতাউর রহমান (২৮) ও পারভীনা খাতুন (৩৮) নামে এক প্রতিবেশী ঠেকাতে আসলে তাদেরও কুপিয়ে আহত করেছে।
তাদের একই সঙ্গে হাসপাতালে নেওয়ার পথে কামরুজ্জামান কামু মারা যায়। আনোয়ারা বেগম ও আতাউর রহমানকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারভীনা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি রাখা হয়েছে। ঘটনায় গ্রামের মানুষের মাঝে চরম আতংক বিরাজ করেছে।
এ ব্যাপারে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফকির পান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আসামিরা ঘটনার পরেই পালিয়ে গেছে। ঘটনাস্থলে ঝিকরগাছা থানার ওসি, সার্কেল এসপি উপস্থিত রয়েছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন