বগুড়ায় চুরির অভিযোগে আমিনুল ইসলাম বুশ (৩২) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে গ্রামবাসী।
বুধবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত একটার দিকে বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চান্দপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বুশ চান্দপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।
সাবগ্রাম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম পিন্টু বলেন, বুশের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো চুরির অনেক অভিযোগ রয়েছে। মাঝে মধ্যেই তিনি বাসাবাড়ি থেকে ছোটো খাটো জিনিস চুরি করে। ছেঁচড়া চুরির কারণে কেউ থানায় কখনও কোনো অভিযোগ করেন না।
তিনি বলেন, বুধবার দিনগত রাত একটার দিকে গ্রামে হৈ চৈ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি জনৈক পিপুলের মুরগির ফার্ম সংলগ্ন রাস্তায় বুশকে গাছের সঙ্গে দুই হাত পিঠমোড়া করে বেঁধে মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে। কারণ জানতে চাইলে পিপুল জানায়, তার মুরগির ফার্মের ঘর থেকে বুশ একটি মোবাইল ফোন, একটি টর্চ লাইট ও নগদ ৫২৫ টাকা চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে। একারণে তারা বুশকে গাছের সঙ্গে বেঁধে মাথা ন্যাড়া করে দেন।
ইউপি সদস্য আমিনুল ইসলাম পিন্টু বলেন, যদিও মাথা ন্যাড়া করে দেওয়া বেআইনি, তারপরেও গ্রামের লোকজন অতিষ্ঠ হয়ে এই কাজ করেছে।
এদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) চান্দপাড়া গ্রামে গিয়ে মুরগির ফার্ম মালিক পিপুলকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। মাথা ন্যাড়া করে দেওয়ার পর আমিনুল ইসলাম বুশও আত্মগোপন করেছেন। এ কারণে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এধরনের ঘটনা শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। তারপরেও খোঁজখবর নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন