পতাকা বৈঠকের মাধ্যমে বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটককৃত পাঁচ বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়া হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত মেইন পিলার ২১২৫ এর আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনী সদর উপজেলাধীন কাজিরবাগ ইউনিয়নের গীতাবাড়ি নামক স্থানে ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।
তারা হলেন- নওগাঁর পত্নীতলার রগুনাথপুরের বাসিন্দা মো. রাফি (২৫) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের বাসিন্দা মো. আবুল বাশার (৫৫), পরশুরামের নিজ কালিকা পুর গ্রামের বাসিন্দা এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার দুর্ঘাপুর সিংহ নগরের বাসিন্দা গিয়াস উদ্দিন (৪০) এবং পরশুরাম উপজেলার গুথুমা এলাকার বাসিন্দা সাইদুজ্জামান ভূঁঞা (২৯)।
বিজিবি আরও জানিয়েছে, আটককৃত বাংলাদেশি নাগরিকগণ বিভিন্ন সময়ে অবৈধভাবে আটক হন। পরবর্তী সময়ে দায়িত্বপূর্ণ এলাকার বিএসএফ কর্তৃক তাদেরকে ফেরত প্রদানের ব্যাপারে বিজিবির নিকট অনুরোধ করলে পুলিশ ও স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করে সঠিক পাওয়া যায়। পরে বিজিবি-বিএসএফ যৌথ সমন্বয় পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশি নাগরিকের যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তর-গ্রহণ সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে উল্লিখিতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন