বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর ৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, এ দেশের উন্নয়ন, অগ্রগতি ও সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ। সামনের দিনগুলোতে এ দেশের মানুষের শেষ ভরসার প্রতীক বিএনপি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে, চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বিএনপির জন্ম হয়েছে বলেই এ দেশের সব দুর্যোগ ও দুঃসময়ে জাতীয়তাবাদী আদর্শের এই দল জনগণের পাশে দাঁড়িয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে বিএনপির উপস্থিতি ছাড়া সফল হতো না। বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দূরদর্শী নেতৃত্ব এবং তারেক রহমানের তারুণ্যদীপ্ত নির্দেশনায় এ দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন। এ দেশের উন্নয়ন অগ্রগতি সার্বভৌমত্ব বিএনপির হাতেই নিরাপদ।
লায়ন মো. হারুনুর রশিদ বলেন, সামনের এই দিনগুলোতে তথা এ দেশের মানুষের শেষ ভরসার প্রতীক বিএনপি। তাই আসুন বিএনপি পতাকাকে আরও মজবুত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করুণ। আপনারা শত প্রতিকূলতায় ২০০৮সালের জাতীয় নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখ-দু:খের সাথী হতে চাই।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্মআহ্বায়ক পেয়ার আহাম্মদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম মাহমুদ রাঢ়ী,হারুণ পাঠান, বিএনপি নেতা আ. জলিল, আ. হান্নান পাটওয়ারী, ছাত্রদল নেতা মনির হোসেন, হোসেন আহাম্মদসহ উপজেলা, পৌরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতারা।
পরে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
মন্তব্য করুন