অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাজার ভাঙা নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন ফজলুর রহমান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে অ্যাডভোকেট ফজলুর রহমানসহ অন্যরা। ছবি : কালবেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসে অ্যাডভোকেট ফজলুর রহমানসহ অন্যরা। ছবি : কালবেলা

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্পর্ক। তৌহিদি জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এ দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে। সুন্নিরা এ দেশের রাস্তায় নামবে। সুন্নি ১২ আনা মুসলমান, ওহাবিরা না। সুন্নিরা হলো ঈমানে ইসলাম এবং কলবের মধ্যে ইসলাম। সরকারকে হুঁশিয়ার করছি, আর যদি মাজার ভাঙে খবর আছে বলে দিলাম।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে জশনে জুলুস শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুতুবশাহী মসজিদ প্রাঙ্গণে গিয়ে দোয়া ও মিলাদের মাধ্যমে শেষ হয়। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফজলুর রহমান বলেছেন, ৫ আগস্টের পরে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিবাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, যে সুফিবাদের মাধ্যমে এ দেশে প্রথম ইসলাম এসেছিল, যে ওলি-আউলিয়া, গাউস-কুতুবরা না আসলে বাঙালি জাতি মুসলমান হতো কিনা আজকে বলা বড় দুষ্কর। সেই ওলি-আউলিয়া, গাউস-কুতুবদের নিয়ে অবমাননা চলছে, তাদের মাজার ওহাবিরা ভেঙে দিচ্ছে।

তিনি আরও বলেন, যদি আমি চুপ করে থাকি, আমার দ্বীনের নবীর সম্মানে যদি কোনো ধরনের প্রতিবাদ না করি, তাহলে আখেরাতে তার শাফায়েত পাব না। আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলি আল্লাহ আমার উপর বেজার হবেন। আল্লাহ যার উপর বেজার হবেন সে হল নাফরমান। আল্লাহর এবং নবীর সাফায়েত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এ দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতই প্রকৃষ্ট তরিকতের দল।

এ বীর মুক্তিযোদ্ধা বলেন, আমিও বিশ্বাস করি ওলি-আউলিয়া, গাউস-কুতুবদের আত্মা জীবিত থাকে। কেউ যদি মাজার ভেঙে দিতে চায়, প্রকৃত হাক্কানি মুসলমান যারা, সুন্নি মুসলমান যারা তারা শুধু প্রতিবাদ করবে না প্রতিহতও করবে। রাজবাড়ী ইস্যুতে শুধু একজন মানুষের লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে তারা মুসলমান না।

ফজলুর রহমান বলেন, আমি সব মানুষকে, ধর্মকামী মুসলমানদের এসবের প্রতিবাদ না শুধু, আমি তাদের প্রতিরোধ করতে বলি। সরকারকে আমি বলছি, মানুষকে ঘর থেকে বের করে ইমানদার মানুষকে দিয়ে আর এ দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগাবেন না। এটা বন্ধ করার আহ্বান করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা জালাল উদ্দিন আশরাফী ও সদস্য সচিব মাওলানা রেদুওয়ানুল হক আশরাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে টানা ৩ দিনের ছুটি

‘যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শামিল’

পার্টিকেল বোর্ডের ব্যবসায় আরএফএল

মাটিরাঙ্গা সীমান্তে ৯ মাসে ১৯ কোটি টাকার মালামাল জব্দ

সেনা কর্মকর্তাদের পক্ষে লড়বেন না আইনজীবী সারোয়ার, জানালেন কারণ

বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের বৈঠক

সরকার ও উপদেষ্টারা অশান্তিতে নোবেল প্রাপ্য : জিএম কাদের

‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’

সিলেটে যেসব এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না 

নিয়মিত ওয়ানডে খেললে দল আরও শক্তিশালী হবে: মেহেদী হাসান মিরাজ

১০

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে রদবদল

১১

নির্বাচনে প্রার্থীর যে তথ্য প্রকাশ বাধ্যতামূলক

১২

সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হলেন যিনি

১৩

মুক্তি প্রতীক্ষায় ‘মাস্তি ফোর’

১৪

পাঠাওয়ের ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে

১৫

ভারতকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

১৬

ইসরায়েলকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

১৭

সিভাসুতে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু রোববার

১৮

সাড়ে ৬ মাস পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সুযোগ বন্ধ, ফিরল ‘না ভোট’

২০
X