রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ভুয়া চিকিৎসাপত্রে ভারতীয় ভিসাপ্রত্যাশীরা খোয়াচ্ছেন লাখ লাখ টাকা

রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারে কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। ছবি : কালবেলা
রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারে কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। ছবি : কালবেলা

রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের ভেতরে ভিড়। কেউ ফাইল হাতে দাঁড়িয়ে আছেন, কেউবা উদ্বিগ্ন চোখে কাউন্টারের দিকে তাকিয়ে। সকালের কড়া রোদ পেরিয়ে দুপুর গড়িয়েছে; কিন্তু লাইনে দাঁড়ানো মানুষের অপেক্ষার শেষ নেই। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসার জন্য ভারতে যেতে চান।

কিন্তু আশার সেই ভিসা আবেদনই হয়ে উঠছে দুঃস্বপ্ন। প্রতিদিনই ধরা পড়ছে ভুয়া চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্র।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর থেকে রাজকুমার রায় নামের এক ব্যক্তি এসেছিলেন রাজশাহী ইন্ডিয়ান ভিসা সেন্টারে। অন্যান্য ভিসাপ্রত্যাশীর মতো তিনিও দাঁড়িয়ে ছিলেন লাইনে। বুকে ব্যথা ও শরীরে টিউমারের সমস্যায় ভুগছেন তিনি। আশায় বুক বেঁধে ভিসা জমাও দিয়ে ছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই তিনি জানতে পারলেন, তার জমা দেওয়া সব রিপোর্টই ভুয়া। এমনকি যে চিকিৎসকের প্রেসক্রিপশন তিনি দিয়েছেন—তিনি কখনোই সেই চিকিৎসকের কাছে যাননি।

হতাশ কণ্ঠে রাজকুমার বলেন, ‘আমি তো জানতামই না কাগজগুলো ভুয়া। এক আত্মীয়ের মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপন দেখে যোগাযোগ করি। তারা শুধু এনআইডি আর জমির দলিল নিতে বলেছিল। সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছে। পরে আবার দেড় হাজার টাকা দাবি করেছে। আমি প্রতারণার শিকার হয়েছি।’

ভারতীয় সহকারী হাইকমিশনের তথ্য বলছে, প্রতিদিন গড়ে ১৫০টি ভিসা আবেদন জমা পড়ে রাজশাহীতে। এর মধ্যে অন্তত ৩০টিতে ধরা পড়ছে জাল কাগজ। খ্যাতনামা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নাম ব্যবহার করে বানানো হচ্ছে এসব রিপোর্ট। ফলে ভিসা প্রত্যাখ্যান হচ্ছে, আর সাধারণ মানুষ পড়ছেন মারাত্মক ভোগান্তিতে।

ভিসা সেন্টারের এক কর্মকর্তা বলেন, ‘কিছু অসাধু দালাল মানুষের সরলতাকে কাজে লাগাচ্ছে। তারা মোটা অঙ্কের টাকা নিয়ে নকল প্রেসক্রিপশন ও রিপোর্ট বানিয়ে দেয়। অনেক সময় ভিসা মিলে গেলেও ভারতে গিয়ে রোগীদের হাসপাতালে ভর্তি নিতে অস্বীকৃতি জানানো হয়। এরই মধ্যে এমন একাধিক ঘটনা ঘটেছে। এজন্য ভিসার বিষয়ে আমরা বেশ কঠোরতা অবলম্বন করি, যাতে করে ভারতে গিয়ে কেউ ভোগান্তির শিকার না হন।’

সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকজন আবেদনকারী জানালেন, দালালরা অনেকটা ‘সহজ সমাধান’ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে। তারা বলে—শুধু পরিচয়পত্র দিলেই সব ব্যবস্থা হয়ে যাবে। আর তাতেই ঝুঁকছেন অনেকে, বিশেষ করে যারা গ্রামাঞ্চল থেকে আসছেন এবং কাগজপত্র তৈরির ঝামেলায় যেতে চান না।

একজন আবেদনকারী বলেন, ‘আমরা ভেবেছিলাম দালালরা কাজটা সহজ করছে। কিন্তু এখন বুঝতে পারছি, তারা আসলে সর্বনাশ করছে।’

ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা মনোজ কুমার সতর্ক করে বলেন, ‘সত্যিকারের কাগজ থাকলে ভিসা পেতে কোনো সমস্যা নেই। কিন্তু দালালদের মাধ্যমে গেলে মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। ভুয়া কাগজ জমা দিলেই আমরা কঠোরভাবে তা প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের প্রশাসনকেও এ বিষয়ে আরও কঠোর হতে হবে।’

উল্লেখ্য, প্রতিদিন ভিসা সেন্টারে আসা শত শত মানুষ ভয়ে আছেন—তাদের কাগজপত্র ঠিক আছে তো? দালালের খপ্পরে না পড়ে কি তারা ভিসা পাবেন? রাজশাহীর ভিসা সেন্টারে তাই এখন প্রতিদিনই শোনা যায় হতাশার গল্প। অনেকেই বলেন, চিকিৎসার মতো জরুরি বিষয়েও যদি ভুয়া কাগজের ব্যবসা চলে, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত প্রশাসনিক নজরদারি, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা ছাড়া এই প্রতারণা ঠেকানো যাবে না—এমনটাই মত সংশ্লিষ্টদের। আর রাজকুমারের মতো ভুক্তভোগীরা চান, আর কেউ যেন তাদের মতো প্রতারণার শিকার না হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামুদ্রিক শৈবালে সম্ভাবনার দিগন্ত উন্মোচন

৪১ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকার দিকে গড়াল বাসের চাকা

ক্ষমতায় এলে বিএনপি মানুষের জীবনমানোন্নয়নে কাজ করবে : জাহাঙ্গীর 

সবাইকে নিয়ে চলতে চাই, সেটিই আমার পথ : ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচন: গ্রেপ্তার সেই ভুয়া সাংবাদিক কারাগারে

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক সচিব শফিকুল কারাগারে 

সিলেটে মাটির নিচ থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

‘বাংলাদেশ প্রায় দুই দশক ধরে এমন উৎসবমুখর নির্বাচন দেখেনি’

প্রেমের সম্পর্ক নিয়ে বকা দেওয়ায় স্কুলে গিয়ে শিক্ষার্থীর কাণ্ড

জরুরি সংবাদ সম্মেলনে যা বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

১০

আজকের পর থেকে অ্যাপলের ৮টি ডিভাইস বিক্রি বন্ধ

১১

যাকে দায়িত্বে নিতে বললেন নেপালের প্রধানমন্ত্রী

১২

এআই-তৈরি ভুয়া ছবিতে বিপাকে, আদালতে ঐশ্বরিয়া

১৩

নেপালের পার্লামেন্টে আগুন ধরিয়ে দিলেন বিক্ষোভকারীরা

১৪

ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর

১৬

ক্যানসারে আক্রান্ত ভ্যানচালকের পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৭

আ.লীগ নেতা বিপ্লব ৭ দিনের রিমান্ডে

১৮

টিসিবি কার্ড কেলেঙ্কারি : তিনতলা বাড়ি, প্রাইভেটকারের মালিক হয়েও ‘দিনমজুর’

১৯

স্লোগানে উত্তাল মহাসড়ক

২০
X