সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যোগ্য-নীতিবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে : আজিজুর রহমান

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাওলানা আজিজুর রহমান। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মাওলানা আজিজুর রহমান। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও নীতিবান নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। অনিয়ম, দুর্নীতি ও বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম ঋষিপাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজিজুর রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা আমাদের দেশের নাগরিক। তাদের অধিকার হরণ করা হলে আমরা পাশে থাকব। সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করে আসছে।

তিনি আরও বলেন, জাতিগত ও ধর্মীয় বিভাজন সৃষ্টি করে কেউ যেন অশান্তি ছড়াতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সমাজের সামগ্রিক উন্নয়নে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। উন্নত বাংলাদেশ গড়তে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা জরুরি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ড সভাপতি নূর আলম। সঞ্চালনা করেন ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানা।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান এ দেশের ঐতিহ্য। একটি কল্যাণকামী সমাজ ও রাষ্ট্র গড়তে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের পারস্পরিক আস্থা ও সহযোগিতা জরুরি।

কালীগঞ্জ সরকারি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক মোসলেম উদ্দিন বলেন, আজকের এই অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে আলেম-ওলামা ও সমাজের সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ইসলাম ও অন্যান্য ধর্মের অনুসারীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আফতাব উদ্দিন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার। এ অধিকার সবার জন্য নিশ্চিত করতে হলে সম্প্রীতির ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

এ ছাড়া আরও বক্তব্য দেন- কালীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রশিদ আলী, সেক্রেটারি আব্দুল জলিল, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, যুব সভাপতি শেখ এবাদুল ইসলাম, ইমাম রবিউল ইসলাম, বিপ্লব অধিকারী, অঞ্জলি দাস ও সুভাষ দাস প্রমুখ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তৃতার পাশাপাশি তারা নিজেদের মতামতও ব্যক্ত করেন। সভায় উপস্থিত অনেকে বলেন, সম্প্রীতি বজায় রাখলে সমাজে শান্তি ও উন্নয়নের পথ সুগম হবে।

মতবিনিময় সভার মাধ্যমে একাধিক বক্তা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে সঠিক নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ব্র্যাক ব্যাংকে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

কুড়িগ্রামে শীতে জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি 

ইরানের যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই: ড. এম এ কাইয়ুম

যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা নিহত

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

রাজধানীতে আজ কোথায় কী

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন

১০

২৩ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

তিন দিন করে রিমান্ডে দিপু হত্যার ১২ আসামি

১২

বেরোবিতে হাদি-আবরারের নামে ভবনের নামকরণ করলেন শিক্ষার্থীরা

১৩

গাজীপুরে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৪

বরিশালে বিএনপি-জামায়াতসহ ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

১৫

মাঝির জালে ধরা ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি

১৬

বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে প্রবাসীর সর্বস্ব লুট

১৭

কুকুর-বিড়াল কামড়ের রোগী বাড়লেও বন্ধ ভ্যাকসিন কার্যক্রম

১৮

বাস-ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

১৯

জামায়াত-বিজেপি-এলডিপির প্রধানসহ গানম্যান পাচ্ছেন ৫ ব্যক্তি

২০
X