মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের ৮৮ পরিবার পাবে নতুন ফ্ল্যাট

চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণ করা হচ্ছে ফ্ল্যাট। ছবি : কালবেলা
চাঁদপুরে হরিজন সম্প্রদায়ের জন্য নির্মাণ করা হচ্ছে ফ্ল্যাট। ছবি : কালবেলা

চাঁদপুর শহরের স্বর্ণখোলা কলোনির হরিজন সম্প্রদায়ের ৮৮ পরিবার। দুটি ৫ তলা ভবনে আলাদা আলাদাভাবে দেওয়া হবে ফ্লাট।

রোববার (১০ সেপ্টেম্বর) স্বর্ণখোলা পুকুর পাড়ে ভবন দুটি নির্মাণের কাজ করতে কাজ দেখা যায়।

পৌর মেয়র বললেন, এখানে ফ্ল্যাট নির্মাণ হলেও হরিজনদের জীবনযাত্রার মানোন্নয়নে অন্যান্য নাগরিক সুবিধা হিসেবে কমিউনিটি সেন্টার ও বাচ্চাদের জন্য বিনোদনমুখী পার্কসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে।

চাঁদপুর পৌরসভা ও ইউএনডিপি সূত্রে জানা যায়, শহরের ৯ নম্বর ওয়ার্ডের স্বর্ণখোলার হরিজন সম্প্রদায়ের জন্য ৫ তলা বিশিষ্ট ২টি ভবন নির্মাণ করা হচ্ছে। এই ভবন তৈরিতে সম্পূর্ণ অর্থায়ন করছে শেখ হাসিনা সরকার। ইউএনডিপি, এলজিইডি ও চাঁদপুর পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণাধীন এই ভবন দুটির কাজ সমাপ্ত করতে সর্বমোট ব্যয় হচ্ছে প্রায় ১০ কোটি টাকা। আর এই ভবন নির্মালে খুশি শহরের পরিছন্নতাকর্মী হরিজন সম্প্রদায়ের লোকজন।

এ বিষয়ে হরিজন সম্প্রদায়ের আকাশ, বিপ্লব, খোকনসহ একাধিক হরিজনরা বলেন, নতুন ভবন হওয়ায় আমরা খুব খুশি। তবে আমাদের জন্য বরাদ্দ হচ্ছে একটি এক কক্ষের ফ্লাট। তার মধ্যেই রান্নাঘর ও টয়লেট থাকবে, যা অনেকটা ছোট মনে হচ্ছে। তবে ধর্মীয় দিক ও ছেলেমেয়েদের পড়ালেখা দিকটি মাথায় রেখে আমাদের জন্য ভবনগুলোতে যদি ২টি কক্ষ, রান্নাঘর, টয়লেট সুবিধা দেওয়া হয় তাহলে আমাদের স্বস্তি অর্জনে কিছুটা ভালো হতো।

এ বিষয়ে চাঁদপুর শহরের ইউএনডিপি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের ম্যানেজার মো. আব্দুল হান্নান বলেন, নারীর নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন কাজের অংশ হিসেবে হরিজন সম্প্রদায়ে সল্প ব্যয়ে আবাসন প্রকল্পের অংশ হিসেবেই ভবন দুটি করা হচ্ছে। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এখানে ২টি বিল্ডিংয়ে ৮৮টি ফ্লাটে ৮৮টি পরিবারের মধ্যে ফ্লাট হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। যাদেরকে এই বিল্ডিং দুটিতে স্থানান্তর করা হবে তাদের বর্তমান জায়গা খালি করা সাপেক্ষে আরও ২টি বিল্ডিং করার কাজ পরবর্তী সময়ে হাতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, ব্রিটিশ হাইকমিশন হতে এখানে ইউএনডিপি কর্তৃক অর্থায়ন করা হলেও এই ভবন দুটির বর্ধিত কাজসহ মোট প্রায় ১০ কোটি টাকার পুরোটাই সরকার দিচ্ছে। আমরা তাদের বসবাসের বিষয়টা গুরুত্ব দিয়ে রুমের আয়তন ১৩ ফিট-১০ ফিট করছি। প্রতিটি ভবনের নিচ তলায় বিয়ের জন্য কমন স্পেস, ২ তলায় ১২টি পরিবার ও ৩ তলায় ৮টি পরিবার রাখার পরিকল্পনা করছি। এ ছাড়া চতুর্থ ও পঞ্চম তলায় আমরা রিএরেঞ্জ করার সুযোগ থাকলে সেটা অবশ্যই করব। এমনকি তাদের মৃত্যুর পর মরদেহ নামানোর জন্য একটা কমন স্পেসের ব্যবস্থা করব।

চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান বলেন, দরিদ্র মানুষের জন্য জনবান্ধব নানামুখী উদ্যোগের মধ্যেই একটি হচ্ছে চাঁদপুর পৌরসভার মাধ্যমে বাস্তবায়নাধীন পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসন প্রকল্প। এটি এলআইইউপিসি প্রজেক্টের মাধ্যমে হলেও অর্থায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। প্রথম পর্যায়ে ৮৮টি ফ্লাটে সেখানে যারা থাকেন তাদের ভালো ও উন্নত পরিবেশে স্থানান্তর করতে সক্ষম হব। সারাদেশের মধ্যে অন্য পৌরসভাগুলোর আগে চাঁদপুর পৌরসভা এই ভবন নির্মাণকাজ সমাপ্ত করবে আশা করছি। এতে করে পরে আরও কয়েকটি বহুতল ভবন হরিজনদের জন্য আমরা নির্মাণের সুযোগ পাব। সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের সবাইকেই আমরা ফ্লাট দিতে পারব।

নকশা ও ফ্লাট ছোট প্রসঙ্গে পৌর মেয়র বলেন, ভবন তৈরির এই নকশাটা পৌরসভা করেনি বরং প্রজেক্টের মাধ্যমে তৈরি করা। তারা একান্নবর্তী পরিবারের মতো যেভাবে ছিলেন ফ্লাটে থাকবেন আলাদা আলাদাভাবে। যেটি তারা বুঝতে ভুল করলেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিষয়টি বোঝানো হয়েছে। মূলত সবাই মিলে একটা ফ্লাট নয় বরং তাদের বাবার জন্য আলাদা এবং সন্তানদের জন্য আলাদা ফ্লাট থাকবে। আর এই ফ্লাটগুলো সরাসরি তাদের নামেই আমরা বরাদ্দ দিয়ে দেব। আমরা প্রজেক্টসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, যাতে পরের প্রজেক্টের ফ্লাটগুলো আরেকটু বড় করা হয়। তবে আমরা তাদের থাকার পরিবেশটি আরও উন্নত করে দিতে অর্থাৎ তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আরও যে নাগরিক সুবিধা যেমন কমিউনিটি সেন্টার, বাচ্চাদের জন্য পার্কসহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেব।

২০২২ সালে আগস্ট মাসে এ ধরনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প চাঁদপুর এসে পরিদর্শন করেছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচই রবার্ট চ্যাটার্টন ডিকসন ও তার প্রতিনিধিদল। তখন ব্রিটিশ হাইকমিশনার বলেছিলেন, এই প্রকল্পের মাধ্যমে হরিজনদের প্রয়োজনীয় পুষ্টি, পড়াশোনা, আত্মকর্মসংস্থান বিষয়ে সচেতন করতে পেরে আমরা বেশ আনন্দিত, যা আগামীতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১০

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

১২

আশুলিয়ায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেপ্তার

১৩

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

১৪

প্রাণনাশের শঙ্কায় ভুগছেন ফজলুর রহমান, চাইলেন নিরাপত্তা

১৫

বাংলাদেশ সফর নিয়ে ইসহাক দারের প্রতিক্রিয়া

১৬

অপ্রতুল বিনিয়োগের কারণে চিকিৎসার মান কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি : ডা. রফিক 

১৭

মোদিকে চ্যালেঞ্জ জানানো থালাপতির উত্থানের গল্প

১৮

চট্টগ্রামের নগরায়ণ সংকটে শহরবাসী, মাস্টারপ্ল্যান বাস্তবায়ন নেই

১৯

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা, ব্যাপক গোলাগুলি

২০
X