সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

পাখি আর মানুষের এক অসম প্রেমের গল্প

পটুয়াখালীর কলাপাড়ায় আখতার হোসেনের বাড়ির গাছে পাখ-পাখালির বাস। ছবি : কালবেলা
পটুয়াখালীর কলাপাড়ায় আখতার হোসেনের বাড়ির গাছে পাখ-পাখালির বাস। ছবি : কালবেলা

নিরাপদ আশ্রয়, আর মমতার বন্ধনে গড়া সুখের নীড়। কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকায় আপন মনে প্রাকৃতিক সৌন্দর্যে ঘর বেঁধেছে পাখিরা। যেন জনম-জনমের বাঁধনে আটকা পড়েছে পাখি আর মানুষের এক অসম প্রেমের কাহিনি। এটি কোনো গহিন অরণ্যের দৃশ্য নয়, বাস্তব চিত্রে ঠাসা এক শিক্ষানুরাগীর বাড়িতে হাজারো পাখ-পাখালি বসবাসের গল্প।

যেখানে দিনভর পাখিদের কলকাকলি আর মিষ্টি ডাকুনিতে মুখরিত হয় চারপাশ। আর প্রভৃতি পাখির আবাসস্থল গড়ে ওঠায় স্থানীয়দের কাছেও এখন বাড়িটি পরিচিতি লাভ করেছে ‘পাখিবাড়ি’ নামে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউপির পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতার হোসেন একজন পাখিপ্রেমী মানুষ। যার বাড়ির গোটা আঙিনাসহ চারিধারে রয়েছে অসংখ্য গাছপালা। আর গ্রামীণ এ পরিবেশে কোনো হুমকি না থাকায় গড়ে উঠেছে বন্যপাখির অভয়াশ্রম।

ফলে এ বাড়িতেই বিভিন্ন প্রজাতির সাদা বকসহ পানকৌড়ি আর বাদুড় বসবাস করছে নির্ভয়ে। বাসা নির্মাণের পর তাদের প্রজন্মও বেড়ে উঠছে প্রকৃতির গতিতে। তবে ওপর থেকে দেখলে মনে হয় এ যেন পাখির এক মিলন মেলা। এখানে প্রবেশ করলেই পাখিদের খুনশুটি আর কলতানে প্রাণ জুড়িয়ে যাবে যে কারও।

তবে এখানে অসংখ্য পাখির মলত্যাগের ফলে শিক্ষক পরিবারের সব সদস্যরা কিছুটা বিরক্ত হলেও পাখিদের সঙ্গে তাদের রয়েছে এক নীরব সখ্য। অধিকাংশ সময় ডাক দিলেই পাখিরা গাছ থেকে চলে আসে তাদের হাতের নাগালে। পাখিদের বিরক্ত করা তো দূরের কথা পাখির নিরাপত্তার জন্য পরিবারের সব সদস্যই রাখেন আলাদা নজর। শুধু পরিবারের সদস্যরাই নন, পাখিদের নিরাপদ বিচরণের জন্য এলাকাবাসী রয়েছে যথেষ্ট সচেতন। দীর্ঘ ৪০ বছর ধরে পাখিদের বাসস্থল এ বাড়িটি এখন স্থানীয়দের কাছেও অনেক গর্বের।

এ গ্রামের বাসিন্দা মিরাজ জানান, ছোট থেকেই দেখে এসেছি আক্তার স্যারের বাড়িতে প্রচুর পাখির আনাগোনা। তার বাড়িতে ঢুকলেই পাখির ডাকে প্রাণ জুড়িয়ে যায়। আমরা সব সময় নজরদারি রাখি, যাতে পাখিদের কেউ সমস্যা করতে না পারে।

স্থানীয় ওপর এক বাসিন্দা মকবুল খান বলেন, পাখিরা আসলে সব বাড়িতে থাকা পছন্দ করে না। শিক্ষক আকতার হোসেনের বাড়িতে প্রায় ৪০ বছর ধরে এসব পাখি আমরা দেখছি। তিনিসহ পরিবারের সবাই পাখিগুলোকে যত্নে দেখভাল করে।

পূর্বমধুখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকতার হোসেন জানান, কিছু কিছু মুহূর্তে অনেক আহত পাখি আমাদের বাড়িতে আশ্রয়ে আসে। তাদের চিকিৎসা দিতে হয়। আবার অনেক ছোট পাখির বাচ্চা খাবার খেতে পারে না। গাছ থেকে নামিয়ে তাদের নিয়মিত খাবার খাইয়ে দিই। এ ছাড়া আমার পরিবারের সবাই পাখিগুলোর নিরাপত্তার জন্য সব সময় আলাদা নজর রাখে।

তিনি আরও বলেন, এ কারণে শুধু আমি নয়, আমার পরিবারের সবার সঙ্গেই পাখিদের একটা মেলবন্ধন তৈরি হয়েছে। তবে অসংখ্য পাখির মলত্যাগের কারণে বাড়িতে কিছুটা দুর্গন্ধ এলেও আমরা সবসময় দুর্গন্ধনাশক ছিটিয়ে বাড়িতে বসবাস করি। আশা করছি, প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখি সুরক্ষায় সমাজের সবাই এগিয়ে আসবে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান কালবেলাকে জানান, পাখি বাড়ি নামে পরিচিতি পাওয়া শিক্ষক আক্তারদের বাড়ি পরিদর্শন করে বেশ ভালো লেগেছে। বন বিভাগের পক্ষ থেকে পাখিদের জন্য তাকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর আমরা সবসময় খোঁজখবর রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকরাইল গির্জার ফটকে ককটেল বিস্ফোরণ

এনসিপিতে যোগ দিয়ে যে ব্যাখ্যা দিলেন যুবলীগ নেতা

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

রাজপথের কর্মসূচি দিয়ে সংকট নিরসন করা যাবে না : সাইফুল হক

চলতি সপ্তাহে যেসব অঞ্চলে ১৫ ডিগ্রিতে নামতে পারে শীত

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

১০

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

১১

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

১২

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

১৩

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

১৪

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

১৫

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

১৬

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

১৭

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

১৮

বিপ্লব ও সংহতি দিবস / নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৯

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

২০
X