রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গৃহবধূর দুই আঙুল বিচ্ছিন্নকারী সেই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার হাঁসুয়ার কোপে আসমা বেগমের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা
রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার হাঁসুয়ার কোপে আসমা বেগমের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাঁসুয়ার কোপে এক গৃহবধূর হাতের দুই আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক স্মরণ রহমান ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ও হামলাকারী স্মরণ রহমান (২৫) ও তার বাবা সেলিম ইবনে টিপু (৫০)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। এ ঘটনায় সেলিমের আরেক ছেলে মো. সায়েক (২২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর নাম আসমা বেগম (৪৩)। হামলার ঘটনায় ওই নারীর স্বামী জাহাঙ্গীর আলম ও ছেলে মেহেদী হাসান আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি পুঠিয়া পৌর এলাকার মেডিকেলপাড়া এলাকায়। আজ সন্ধ্যায় আহত নারীকে রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাঁটাহাঁটি করছিলেন আসমা বেগম ও তার স্বামী জাহাঙ্গীর আলম। ছাত্রলীগ নেতা স্মরণ তাদের সঙ্গে তর্কে জড়ান। এ সময় জাহাঙ্গীর তার ছেলেকে হাসপাতালের সামনে আসতে বলেন। পরে স্মরণের বাবা সেলিমের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল। একপর্যায়ে স্মরণ ও তার ভাই সায়েক এসে হাঁসুয়া দিয়ে হামলা করেন। আসমা বেগম বাধা দিতে গেলে স্মরণের হাঁসুয়ার কোপ আসমা বেগমের হাতের তালুতে পড়ে। আরেকটি কোপে বাঁ হাতের ছোট দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্মরণের বাবা হাতুড়ি দিয়ে আসমার ছেলে মেহেদীকে আঘাত করেন। জাহাঙ্গীর আলমকেও পায়ে কোপ মারা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে তারা পালানোর চেষ্টা করেন। কিন্তু তৎক্ষণাৎ পুলিশ এসে স্মরণ ও তার বাবাকে আটক করে। পরে রাতে মামলা হয়।

আসমা বেগমের ছেলে মেহেদী বলেন, মাস ছয়েক আগে পৌর এলাকায় ছাত্রলীগ নেতা স্মরণ মারধরের শিকার হন। তখন তিনি ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় স্মরণ ধারণা করেছেন, তিনি স্মরণকে মারধরের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে অনেক দিন ধরে তারা হামলা করার জন্য ঘুরছিলেন। গতকাল সন্ধ্যায় সুযোগ বুঝে তারা হামলা করেন। পুলিশ গ্রেপ্তার করার সময় তারা হত্যার হুমকি দিয়ে গেছেন।

মায়ের চিকিৎসার ব্যাপারে মেহেদী বলেন, ‘ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করতে পারলে হাতটি বেঁচে যেতে পারে। এ কারণে আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। কিন্তু টাকার ব্যবস্থা করতে পারিনি বলে এখনো ঢাকায় পাঠাতে পারিনি।’

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যার এই হামলার ঘটনায় রাতেই ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনের নামে মামলা করেছেন। এ ঘটনায় দুই আসামিকে তারা গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

১০

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

১১

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১২

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১৩

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

১৪

রেকর্ডে মোড়া দুই দিনের অ্যাশেজ নাটক

১৫

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ

১৬

শিক্ষার মান উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে : শ্রাবণ

১৭

মাহিকে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

১৮

ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ

১৯

ফ্যাসিস্ট বিদায়ের পরও নতুন ষড়যন্ত্র চলছে : ফারুক

২০
X