রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গৃহবধূর দুই আঙুল বিচ্ছিন্নকারী সেই ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার হাঁসুয়ার কোপে আসমা বেগমের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা
রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগ নেতার হাঁসুয়ার কোপে আসমা বেগমের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি : কালবেলা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হাঁসুয়ার কোপে এক গৃহবধূর হাতের দুই আঙুল বিচ্ছিন্ন করার অভিযোগে পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক স্মরণ রহমান ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পুঠিয়া পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক ও হামলাকারী স্মরণ রহমান (২৫) ও তার বাবা সেলিম ইবনে টিপু (৫০)। তাদের বাড়ি পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। এ ঘটনায় সেলিমের আরেক ছেলে মো. সায়েক (২২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা পুলিশ।

ভুক্তভোগী গৃহবধূর নাম আসমা বেগম (৪৩)। হামলার ঘটনায় ওই নারীর স্বামী জাহাঙ্গীর আলম ও ছেলে মেহেদী হাসান আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যার পর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। তাদের বাড়ি পুঠিয়া পৌর এলাকার মেডিকেলপাড়া এলাকায়। আজ সন্ধ্যায় আহত নারীকে রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাঁটাহাঁটি করছিলেন আসমা বেগম ও তার স্বামী জাহাঙ্গীর আলম। ছাত্রলীগ নেতা স্মরণ তাদের সঙ্গে তর্কে জড়ান। এ সময় জাহাঙ্গীর তার ছেলেকে হাসপাতালের সামনে আসতে বলেন। পরে স্মরণের বাবা সেলিমের সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল। একপর্যায়ে স্মরণ ও তার ভাই সায়েক এসে হাঁসুয়া দিয়ে হামলা করেন। আসমা বেগম বাধা দিতে গেলে স্মরণের হাঁসুয়ার কোপ আসমা বেগমের হাতের তালুতে পড়ে। আরেকটি কোপে বাঁ হাতের ছোট দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্মরণের বাবা হাতুড়ি দিয়ে আসমার ছেলে মেহেদীকে আঘাত করেন। জাহাঙ্গীর আলমকেও পায়ে কোপ মারা হয়। এ সময় স্থানীয় লোকজন জড়ো হলে তারা পালানোর চেষ্টা করেন। কিন্তু তৎক্ষণাৎ পুলিশ এসে স্মরণ ও তার বাবাকে আটক করে। পরে রাতে মামলা হয়।

আসমা বেগমের ছেলে মেহেদী বলেন, মাস ছয়েক আগে পৌর এলাকায় ছাত্রলীগ নেতা স্মরণ মারধরের শিকার হন। তখন তিনি ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় স্মরণ ধারণা করেছেন, তিনি স্মরণকে মারধরের সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে অনেক দিন ধরে তারা হামলা করার জন্য ঘুরছিলেন। গতকাল সন্ধ্যায় সুযোগ বুঝে তারা হামলা করেন। পুলিশ গ্রেপ্তার করার সময় তারা হত্যার হুমকি দিয়ে গেছেন।

মায়ের চিকিৎসার ব্যাপারে মেহেদী বলেন, ‘ডাক্তার বলেছে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করতে পারলে হাতটি বেঁচে যেতে পারে। এ কারণে আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। কিন্তু টাকার ব্যবস্থা করতে পারিনি বলে এখনো ঢাকায় পাঠাতে পারিনি।’

পুঠিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘শনিবার সন্ধ্যার এই হামলার ঘটনায় রাতেই ভুক্তভোগী গৃহবধূর স্বামী জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনের নামে মামলা করেছেন। এ ঘটনায় দুই আসামিকে তারা গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

এখন মন খারাপ হয় না পলকের, লড়তে চান ভোটে

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

১০

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

১১

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

১২

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

১৩

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

১৪

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

১৫

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

১৬

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

১৭

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

১৮

গাইবান্ধায় নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬ জন

১৯

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

২০
X