সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতিতে নির্বাচন এ দেশে হবে না: এমরান চৌধুরী

গোলাপগঞ্জে সমাবেশে বক্তব্যকালে এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা
গোলাপগঞ্জে সমাবেশে বক্তব্যকালে এমরান আহমদ চৌধুরী। ছবি : কালবেলা

পিআর পদ্ধতি নির্বাচন এ দেশে হবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ পরবর্তী গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ দেশের মানুষ পিআর পদ্ধতির কিছুই জানে না। এগুলো নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমরা এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এখনো গণতন্ত্র পূর্ণমাত্রায় প্রতিষ্ঠা পায়নি। আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। পিআরের দাবি বিভ্রান্তিমূলক। মানুষ ভোট দিয়ে নেতা নির্বাচন করতে চায়। একজনকে ভোট দিলাম, নেতা হয়ে গেল আরেকজন, এ পদ্ধতি দেশের মানুষ কখনোই মেনে নেবে না।

তিনি বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চনা ও অবহেলার শিকার। উন্নয়নের নামে সরকারি সম্পদ লুটপাট, অবকাঠামোগত অনিয়ম ও বৈষম্যমূলক নীতির কারণে এই অঞ্চলের মানুষ আজও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, কৃষি ও কর্মসংস্থান চরম অবহেলার শিকার হয়েছে। উন্নয়ন প্রকল্পের রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করা হয়েছে।

জেলা বিএনপির এই নেতা বলেন, সবার আগে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, কর্মসংস্থানমুখী শিল্পায়ন, স্বাস্থ্যসেবায় আধুনিক সুবিধা এবং প্রবাসী নির্ভর অর্থনীতিকে শক্তিশালী করে টেকসই ও যুগোপযোগী উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। স্থানীয় সম্পদ ও মানবসম্পদকে কাজে লাগিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করাই আমার অঙ্গীকার। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে আমরা উন্নয়ন বঞ্চনার এই অধ্যায় থেকে বের হয়ে আসব। তাই হয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি জাতিকে একটি নতুন দিগন্তের পথে এগিয়ে নেবে। এই কর্মসূচি শুধু ক্ষমতার রূপরেখা নয়, বরং রাষ্ট্রের সার্বিক সংস্কার ও জনগণের মুক্তির অঙ্গীকার। ৩১ দফা কর্মসূচিই বাংলাদেশের জনগণের মুক্তির সনদ। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়নের সংগ্রামে একসাথে কাজ করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে দেশকে আত্মনির্ভরতার পথে নিয়ে গিয়েছিলেন।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্না নার্জিস, যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহমানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২১ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

গণতন্ত্রের জন্য ত্যাগী নেতৃত্ব চাই, স্বৈরশাসক নয়: গয়েশ্বর

পিআর পদ্ধতিতে নির্বাচন এ দেশে হবে না: এমরান চৌধুরী

পোষ্য কোটা স্থগিত নয় বাতিল চান রাবি শিক্ষার্থীরা

আইনজীবীর মরদেহ উদ্ধার, পাশে মিলল চিঠি

সংখ্যাগুরু-সংখ্যালঘু নই, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: মীর হেলাল

দুর্গাপূজার আগেই সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

সাকিবকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন লিটন

১২ ম্যাচ কম খেলেই সাকিবকে ছুঁয়ে ফেললেন ‘ফিজ’

১০

অল্প সাহায্যই পারে পারভেজের সুন্দর জীবন ফিরিয়ে দিতে

১১

লঙ্কা বধের পর সাইফের নজর ভারতের দিকে

১২

এনসিপির নাম পরিবর্তন হচ্ছে কি না জানালেন হান্নান মাসউদ

১৩

ম্যাচ জয়ের নায়ক সাইফকে নিয়ে যা বললেন লিটন

১৪

নারিন্দায় শতবর্ষী ঐতিহাসিক সমাধি ও গেটওয়ে পুনর্নির্মাণের উদ্বোধন

১৫

জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না : আমিনুল হক

১৬

ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিভেজা রাতে নাটকীয় জয় ম্যানইউর

১৭

লা লিগায় রিয়ালের টানা পঞ্চম জয়

১৮

রাবিতে পোষ্য কোটা স্থগিত

১৯

পেশাগত যোগাযোগ ‍সুরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা জরুরি বলছেন বিশেষজ্ঞরা 

২০
X