মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের শপথ অনুষ্ঠানে যা বললেন জাহাঙ্গীর

ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন। ছবি: সংগৃহীত
ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে গাজীপুরের মেয়র জায়েদা খাতুন। ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জায়েদা খাতুন। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত মেয়রের অভিষেক উপলক্ষে নগরভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম অভিষেক অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম তদারকি করেন। জাহাঙ্গীর আলম বলেন, নেতাকর্মীদের বাদ দিয়ে কেউ সংগঠন করবেন না। সামনে সংসদ নির্বাচন। সবাই মিলেমিশে কাজ করতে হবে। সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। এ সময় তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চান।

তিনি বলেন, গণতন্ত্রের জয় হয়েছে। সে কারণেই মায়ের পাশে দাঁড়িয়ে এই শহর রক্ষায় কাজ করব।

এর আগে অভিষেক অনুষ্ঠানে গাজীপুরে সিটি করপোরেশন মেয়র জায়েদা খাতুন বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত নগর গড়ে তুলব। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সবাইকে নিয়ে আমি গাজীপুর শহরকে আধুনিক শহর করতে চাই।

তিনি আরও বলেন, সব কাউন্সিলর ও সবাইকে নিয়ে পরিকল্পিত একটি শহর গড়ব।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল দুই লাখ ৩৮ হাজার ৯৩৪টি।

এর আগে ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। গত রোববার দুপুরে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় সচিব আব্দুল হান্নান, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার

মারাত্মক আর্থিক সংকটে বিচারপতি মানিক, বিক্রি করে দেন বই : আইনজীবী

হিরো আলমের ওপর হামলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় সংস্কার নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে পুসাবের বৈঠক

বিদেশে পাঠানোর ফাঁদে মানুষকে ‘পথে বসানো’ সেলিম গ্রেপ্তার

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

সারা দেশে বৃষ্টি নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

ভারতের ভিসা নিয়ে যে তথ্য দিলেন হাইকমিশনার

হাজত থেকে পালানো সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

‘ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প’ সম্পন্ন

১০

ক্যাম্পাসে চাকসু নির্বাচনের উন্মাদনা, ১ মাস ধরে হাসপাতালে ইমতিয়াজ-মামুন

১১

ঘরের চারদিকে দুর্গন্ধ, দরজা খুলতেই দেখা গেল মর্মান্তিক দৃশ্য

১২

ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জনকে ওএসডি

১৩

করোনা পরবর্তী সময়ে যুবকদের মধ্যে হৃদরোগ বাড়ছে

১৪

হংকং ম্যাচ নিয়ে যা বললেন জামাল

১৫

তারেক রহমানের পক্ষে ৪৫টি মণ্ডপে সহায়তা দিলেন সেলিম

১৬

ব্র্যাক ব্যাংকের নীলফামারী অঞ্চলে এজেন্ট মিট আয়োজন

১৭

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, মঙ্গলবার থেকে কার্যকর

১৮

প্রবাসীর দেওয়া পাথরে নতুন পথ নোয়াপাড়ার মানুষের

১৯

ভারতে ঢুকতে বিদেশিদের জন্য নতুন নিয়ম

২০
X