কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অপরাজেয় খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে নির্বাচনের আগেই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সদ্যপ্রয়াত এই নেত্রী নির্বাচনের মাঠে বরাবরই ছিলেন অপরাজেয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নির্বাচনে কখনোই পরাজয়ের মুখ দেখেননি। দেশের যে প্রান্ত থেকেই নির্বাচন করেছেন, সেখানেই বিজয় কেতন উড়িয়েছেন।

১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশ নিয়েছেন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনে তিনি প্রতিবারই পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলো আসনে বিজয় লাভ করেন।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই জয়ী হন। ওই নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে পরাজিত হলেও খালেদা জিয়ার ব্যক্তিগত নির্বাচনী সাফল্যে কোনো ভাটা পড়েনি।

আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন বিএনপি বয়কট করে। আর দুর্নীতির মামলার কারণে ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারান খালেদা জিয়া। সে বছরও তিনি ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী ছিলেন।

খালেদা জিয়ার নির্বাচনী ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, তিনি মূলত বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া ১৯৯১ সালে ঢাকা এবং ২০০১ সালে খুলনার একটি আসন থেকেও তিনি নির্বাচনে অংশ নেন। প্রতিটি নির্বাচনে শুধু জয়লাভই নয়, প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার ভোটের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য।

১৯৯১ সালের নির্বাচন

১৯৯১ সালে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয় পান খালেদা জিয়া।

বগুড়া-৭: ৮৩,৮৫৪ ভোট

ঢাকা-৫: ৭১,২৬৬ ভোট

ঢাকা-৯: ৫৫,৯৪৬ ভোট

ফেনী-১: ৩৬,৩৭৫ ভোট

চট্টগ্রাম-১: ৬৯,৪২২ ভোট

১৯৯৬ সালের নির্বাচন

১৯৯৬ সালেও পাঁচটি আসনে প্রার্থী হয়ে সবকটিতেই বিজয়ী হন তিনি।

বগুড়া-৬: ১,৩৬,৬৬৯ ভোট

বগুড়া-৭: ১,০৭,৪১৭ ভোট

ফেনী-১: ৬৫,০৮৬ ভোট

লক্ষ্মীপুর-২: ৫৯,০৫৪ ভোট

চট্টগ্রাম-১: ৬৬,৩৩৬ ভোট

২০০১ সালের নির্বাচন

২০০১ সালের নির্বাচনেও পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই জয় পান খালেদা জিয়া।

বগুড়া-৬: ২,২৭,৩৩৫ ভোট

বগুড়া-৭: ১,৪৭,৫২২ ভোট

খুলনা-২: ৯১,৮১৯ ভোট

ফেনী-৩: ১,০৩,১৪৯ ভোট

লক্ষ্মীপুর-২: ১,২৩,৫২৬ ভোট

২০০৮ সালের নির্বাচন

২০০৮ সালের জাতীয় নির্বাচনে তিনটি আসনে প্রার্থী হন খালেদা জিয়া এবং প্রতিটি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন।

বগুড়া-৬: ১,৯৩,৭৯৩ ভোট

বগুড়া-৭: ২,৩২,৭৫৮ ভোট

ফেনী-১: ১,১৪,৪৮২ ভোট

দীর্ঘ রাজনৈতিক জীবনে নির্বাচনের মাঠে খালেদা জিয়ার এই ধারাবাহিক বিজয় তাকে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য ও অপরাজেয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আন্দোলন-সংগ্রামে খালেদা জিয়া

বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনোরকম সমঝোতা না করেই আপসহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়।

১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সাত দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। ১৯৮৬ সাল পর্যন্ত পাঁচ দফায় আন্দোলন চলতে থাকে। ওই বছরের ২১ মার্চ রাতে আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু তাতেও এরশাদবিরোধী আন্দোলনে দমে যাননি।

১৯৮৭ সাল থেকে খালেদা জিয়া ‘এরশাদ হটাও’ এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপসহীন সংগ্রামের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি।

অনন্য রেকর্ড

নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে, পাঁচটি সংসদ নির্বাচনে ২৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ টিজারে প্রথমবার এক্স-মেন

ঢাকায় ঝিরি ঝিরি কুয়াশা, শীত নিয়ে নতুন তথ্য

৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি

জকসু নির্বাচন স্থগিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

খালেদা জিয়ার জানাজা কোথায় কখন হতে পারে

গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া

খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

নির্বাচনে অপরাজেয় খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজার সময় নিয়ে যা জানাল বিএনপি

১০

আপসহীন নেত্রী খালেদা জিয়ার কারাজীবন

১১

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১২

একনজরে খালেদা জিয়া

১৩

শেষ মুহূর্তে তারেক রহমানসহ বেগম জিয়ার পাশে ছিলেন যারা

১৪

জকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু সকাল সাড়ে ৮টায়

১৫

মারা গেছেন বেগম খালেদা জিয়া

১৬

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী বিন্দু

১৭

দিনাজপুরে খালেদা জিয়াসহ ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৮

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

১৯

ঢাকা-৫ আসনের সাবেক এমপি প্রার্থী গ্রেপ্তার

২০
X