রাজশাহীর গোদাগাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাথাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মাথাভাঙ্গা এলাকার রুহুল আমিনের মেয়ে কারিমা খাতুন (২) ও একই এলাকার মো. রাব্বুলের ছেলে মো. রাফি (২) ।
স্থানীয়রা জানান, শিশুরা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন