নাটোরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি প্রথমে শ্রীশ্রী জয় কালী মাতার মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজা পরিদর্শন করেন।
এরপর তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্দির এবং মণ্ডপ পরিদর্শন করে রাজশাহীতে ফিরে যান।
মন্দির পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার, শ্যাম সুন্দর আগরওয়ালসহ বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। মন্দির পরিদর্শন করলেও তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
মন্তব্য করুন