

মাঠে ব্যস্ত সময় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের। কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজ শেষ না হতেই সাদিয়াদের উড়াল দিতে হবে চীনে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে বাংলার মেয়েরা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
চীন সফরেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাদিয়া। ১৪ ক্রিকেটারের বাইরে চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন-এই চার ক্রিকেটার চীন সফরের স্ট্যান্ড বাই ক্রিকেটার।
পাকিস্তান সিরিজে খেলা সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা চীন সফরের স্কোয়াডেও আছেন। সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বরে চীনে পৌঁছানোর কথা বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। ১৭, ১৯ ও ২১ ডিসেম্বর তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে হাংজুতে। ২২ ডিসেম্বর চীন থেকে উড়াল দেবেন বাংলাদেশের মেয়েরা।
চীন সফরের সূচি:
প্রথম টি–টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, হাংজু
দ্বিতীয় টি–টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, হাংজু
তৃতীয় টি–টোয়েন্টি: ২১ ডিসেম্বর, হাংজু
মন্তব্য করুন