রাঙামাটিতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ টাকার হাট বসানো হয়েছে। এ হাটের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির রাজবাড়ি সাবারাঙে এই হাট বসানো হয়। এ সময় হাটে উপস্থিত সাড়ে তিনশত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন। হাটে আসা হতদরিদ্র লোকজন প্রতীকী টাকার মাধ্যমে ২২ প্রকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের সুযোগ পান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, তেল, ডিম, চিনি, লবণ, নুডলস, আটা, মাছ, মুরগিসহ নানান দ্রব্যাদি ছিল। সাধারণ মানুষ প্রতিমাসে এই ধরনের হাট আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, সম্প্রতি বন্যায় রাঙামাটিতেও বেশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি নিরূপণে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগ ক্ষতিগ্রস্ত ও নিম্নবিত্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হচ্ছে। দশ টাকার বিনিময়ে এই হাট থেকে প্রত্যেকে প্রায় সাতশ টাকার পণ্য কিনতে পেরেছেন।
মন্তব্য করুন