দাবি মানা না হলে নৌকার পালে হাওয়া লাগবে না বলে মন্তব্য করেছেন কুলাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অরুনাভ দে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড গঠন, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, দুঃখের বিষয় গত সাড়ে ১৪ বছরেও সরকার তাদের ইশতেহার অনুযায়ী হিন্দুদের অধিকার রক্ষায় কাজ করেনি। এর ফলে হিন্দুদের জমি দখল, নাবালিকা মেয়েদের ফুসলিয়ে নিয়ে আইন বহির্ভূতভাবে ধর্মান্তরকরণ, হিন্দুদের ওপর হামলা, মন্দির ও প্রতিমা ভাঙচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা মামলা দেওয়ার ঘটনা চলছে। অধিকাংশ ক্ষেত্রে হিন্দু নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না। তাই আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিন দফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে। আগামী সংসদীয় নির্বাচনের আগে বর্তমান সরকার এসব দাবি না মানলে তারা বৃহত্তর কর্মসূচি নেবে।
পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. অরুনাভ দের সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য- স্বপন কুমার দেব রতন, ভানু পুরকায়স্থ, বিষ্ণু পদ দত্ত, বিধান চন্দ, চিত্ত রঞ্জন মল্লিক, অশোক ধর প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সত্য পাল, রামকৃষ্ণ ভট্টাচার্য, জুয়েল দে, মতি লাল ভট্টাচার্য, অনন্ত মল্লিক, বিকাশ পাল, বিদ্যুৎ দাস, চন্দন মল্লিক, পিংকু দাস, রিপন মল্লিক, মোহন মল্লিক, সমিরন দাস, কনক ধর প্রমুখ।
মন্তব্য করুন