মো. হামজা শেখ, কালুখালী (রাজবাড়ী)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১:২২ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর শিবরামপুর

রাজবাড়ীর শিবরামপুর গ্রামের করবাড়ির পুকুরপাড় এখন পাখিদের রাজ্য। ছবি : কালবেলা
রাজবাড়ীর শিবরামপুর গ্রামের করবাড়ির পুকুরপাড় এখন পাখিদের রাজ্য। ছবি : কালবেলা

রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের শিবরামপুর গ্রাম এখন অতিথি পাখির কলরবে মুখরিত। শীতের আগমনি হাওয়ার সঙ্গে সঙ্গে হাজারো পরিযায়ী পাখি এসে আশ্রয় নিয়েছে এই নিভৃত গ্রামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কিচিরমিচির শব্দে মুখর হয়ে থাকে চারদিক।

রাজবাড়ী জেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত শিবরামপুর গ্রামের করবাড়ির পুকুরপাড় এখন পাখিদের রাজ্য। চারপাশে ঘেরা গাছের ডালে শত শত বাসা বেঁধেছে তারা। কেউ উড়ছে আকাশে, কেউবা ডালে বসে কলতান করছে। দলবদ্ধভাবে ওড়ার দৃশ্য দেখে মনে হয়, যেন কোনো শিল্পী তুলির আঁচড়ে এঁকে রেখেছেন প্রকৃতির এক জীবন্ত ছবি। পাখিদের কলতানে মুখর শিবরামপুর এখন রাজবাড়ীর এক অনন্য সৌন্দর্যের প্রতীক। যেখানে প্রতিটি সকাল শুরু হয় পাখিদের গানে, আর প্রতিটি বিকেল শেষ হয় প্রকৃতির নরম ছোঁয়ায়।

স্থানীয় প্রবীণ বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আগে মাঝে মাঝে কিছু পাখি দেখা যেত, এখন প্রতি বছরই তাদের সংখ্যা বাড়ছে। এ বছর প্রায় ২০ হাজারের মতো পাখি এসেছে। সকালে খাবারের খোঁজে উড়ে যায়, আবার বিকেলে ফিরে এসে গাছভরা গ্রামটিকে কিচিরমিচিরে ভরিয়ে তোলে।

পাখি দেখতে আসা সবুজ মিয়া বলেন, পাখিদের কলরব শুনলে মনে হয় প্রকৃতি গান গাইছে। এমন দৃশ্য মন ভরিয়ে দেয়।

এদিকে পাখি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে আসছে মানুষ। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউবা শুধু চুপচাপ দাঁড়িয়ে শুনছে পাখিদের সুরেলা ডাক।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ নুরুজ্জামান কালবেলাকে বলেন, পরিযায়ী পাখিরা শীতপ্রধান দেশ থেকে খাবার ও নিরাপদ পরিবেশের সন্ধানে বাংলাদেশে আসে। তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের উপস্থিতি আমাদের প্রকৃতির জন্য আশীর্বাদ।

এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সায়েদুর রহমান কালবেলাকে বলেন, আমরা নিয়মিত নজরদারি করছি। পাখি সংরক্ষণে স্থানীয়দের সচেতন করা হচ্ছে এবং সেখানে একটি সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

ফিল্মি স্টাইলে পুলিশকে ধোঁকা দিয়ে ঢাকা ছাড়ে দুই হামলাকারী

কোন সীমান্ত দিয়ে কখন পালাল হাদিকে গুলি করা দুজন

বিচ্ছেদ মানেই শেষ হয়ে যাওয়া নয়: অপু

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলাকারীকে জাপটে ধরা কে এই মুসলিম যুবক

হাদির ওপর হামলা / পাসপোর্ট ব্লক করার পরও পালিয়েছে ২ হামলাকারী

পাঁচ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কাবু তেঁতুলিয়ার মানুষ

যে পথ ধরে পালাল হাদিকে গুলি করা দুজন

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

হান্নান মাসউদ আহত

১০

পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

১১

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ 

১২

ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

১৩

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

১৪

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

১৫

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১৯

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X