

ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজারের বাঁশ বাজারের লিজ বাতিল, আটক ব্যবসায়ী নেতা জহিরুল ইসলাম খোকনের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ও বিক্ষোভ শুরু করেছেন ৫টি বাজারের ব্যবসায়ীরা।
শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে শহরের নিউমার্কেট, আনন্দবাজার, সড়কবাজার, লাখীবাজার ও টানবাজারের সহস্রাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেন।
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, আনন্দ বাজারের মাছ ও শুঁটকি মহলের যুগ্ম সম্পাদক আবুল হাসানাত ভজন, সড়ক বাজারের ব্যবসায়ী মোখলেছ আহমেদ প্রমুখ।
তারা বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল মালপত্র ওঠানামার সুবিধার জন্য বাঁশবাজার এলাকায় একটি ট্রাক টার্মিনাল স্থাপন করা। কিন্তু প্রশাসন সে দাবি উপেক্ষা করে সম্প্রতি ৩৩ ব্যক্তির নামে গোপনে জায়গাটি লিজ দিয়েছে এবং লিজগ্রহীতাদের নামও প্রকাশ করা হচ্ছে না। ব্যবসায়ীরা জানিয়েছেন, লিজ বাতিল ও আটক নেতার মুক্তি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
মন্তব্য করুন