সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অ্যাড. বশির নিহত

নিহত অ্যাড. মোসাদ্দেক আহমেদ বশির। ছবি : সংগৃহীত
নিহত অ্যাড. মোসাদ্দেক আহমেদ বশির। ছবি : সংগৃহীত

ফরিদপুরে ট্রাকচাপায় মোসাদ্দেক আহমেদ বশির নামের এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হন।

রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে মোটরসাইকেলে ফেরার পথে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুরে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেন। পরে তিনি আইন বিষয়ে এলএলবি শেষ করে ২০১৮ সালে আইনজীবী হিসেবে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। এরপর কোর্ট কম্পাউন্ড এলাকায় মোসাদ্দেক ল’ফার্ম নামে একটি আইনজীবী চেম্বার গড়ে তোলেন। অল্প দিনেই তিনি জেলা শহরে আইনজীবী হিসেবে নাম-যশ লাভ করেন। এ ছাড়াও তিনি জামায়েতের যুব বিভাগের ফরিদপুর পৌর শাখার সভাপতি ছিলেন।

অ্যাডভোকেট মোসাদ্দেক আহমেদ বশির ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁরহাটের মৌলভী ইসাহাক কাজীর ছেলে। তার স্ত্রী ও ছোট ছোট তিন মেয়ে রয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোক নেমে এসেছে।

নিহতের পরিচিত রাকিব নামে এক ব্যক্তি জানান, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে একটি দলীয় কর্মসূচি শেষ করে তিনি কানাইপুরে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তার সহকারী মজিবুর রহমানকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে ফরিদপুর-খুলনা মহাসড়কের বদরপুরে পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত পরিবহনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তাৎক্ষণিক আরেকটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে তার মাথার অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় তার সঙ্গী মোটরসাইকেলচালক মজিবুর রহমানের হাত ভেঙে গেছে।

আরও পড়ুন : ‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দলও সেখানে পৌঁছে। রিপোর্ট লেখার সময় নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দীন, নায়েবে আমির ইমতিয়াজ আহমেদ ও সদর উপজেলা আমির মাওলানা জসীমউদ্দিন হাসপাতালে যান।

খবরের সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, মোটরসাইকেলযোগে কানাইপুর থেকে শহরের দিকে যাওয়ার পথে বদরপুর পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিদলীয় ভাগাভাগির মাধ্যমে ইসি তার সব নিরপেক্ষতা হারিয়েছে : সামান্তা শারমিন

শেষ বাঁশির পর বার্নাব্যুতে বিশৃঙ্খলা, বার্সা-রিয়ালের সংঘর্ষে পুলিশের হস্তক্ষেপ

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

২৮ অক্টোবর : লগি-বৈঠার পৈশাচিকতার কালো অধ্যায়

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে সোয়াটের টহল

ঢাবির রোকেয়া হলে ফার্স্ট এইড ট্রেনিং সম্পন্ন

জবাবদিহির অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয় : চরমোনাই পীর

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

সুইমিংপুলে ছাত্রীর মৃত্যু / বিক্ষোভে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

নির্বাচনী খায়েশ থাকলে পদত্যাগ করুন, উপদেষ্টাদের ব্যারিস্টার অসীম

১০

জাতীয় নিরাপত্তা সুরক্ষায় এনটিএমসির নিরবচ্ছিন্ন পথচলা

১১

জাতির উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : বিএনপি নেতা কাইয়ুম

১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

১৩

এমবাপ্পে-বেলিংহ্যামে ভর করে রিয়ালের ক্লাসিকো জয়

১৪

নির্বাচিত সরকারের বিকল্প নেই : লায়ন ফারুক

১৫

অ্যাস্টন ভিলার কাছে হোঁচট খেল ম্যানসিটি

১৬

বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে ডাক পেয়ে মঞ্জুর ‘চমক’

১৭

ভূমি সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা

১৮

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অ্যাড. বশির নিহত

১৯

জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে এনসিপি আসেনি : সারজিস

২০
X