নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসাবাড়িতে বানানো মদ বোতলে ভরে ৫০ টাকায় বিক্রি, আটক ২

মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই কারবারি। ছবি : কালবেলা
মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই কারবারি। ছবি : কালবেলা

নিজেদের বাসাবাড়িতেই মদ উৎপাদন করতেন পলাশ সিং (২০) ও বিজেট সিং (৪০) নামে দুই মাদক কারবারি। এরপর সেই মদ ছোট ছোট বোতলে ভরে ৫০ টাকা ও ১০০ টাকা করে বিক্রি করতেন স্থানীয় যুবকদের মাঝে। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এমন ব্যবসা করে আসলেও ২ হাজার ৭৯ লিটার মদসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই দুই মাদক কারবারি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার আবাদপুর এলাকা থেকে পলাশ সিং ও বিজেট সিংকে গ্রেপ্তার করেন নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার পলাশ সিং আবাদপুর এলাকার সুরেশ সিংয়ের ছেলে এবং বিজেট সিং একই এলাকার বিজেন সিংয়ের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, গ্রেপ্তার পলাশ ও বিজেট দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ধামইরহাট উপজেলার আবাদপুর গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছিল। পরবর্তীতে সেগুলো গ্রামের যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. ইমদাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসতবাড়িতে উৎপাদন করে সেগুলো সংরক্ষণ করতো বলে স্বীকার করেছে। পরবর্তীতে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

পুকুরে মিলল রুপালি ইলিশ

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

হাতিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৫ নেতাকে বহিষ্কার

নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে আ.লীগের নেতারা

১০

মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখতে সাহায্য করতে পারে যে ১১ অভ্যাস

১১

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা বদলে যাবে, যা যুক্ত হবে

১২

হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের আপিল শুনানি আজ

১৩

জলবায়ু সংস্থাগুলো থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কিন্তু কেন?

১৪

বাবাকে নিয়ে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

১৫

মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকে শিক্ষা

১৬

১০ বছর ধরে ‘বোমার’ ওপর ধোয়া হচ্ছিল কাপড়

১৭

আ.লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৩ পুলিশ

১৮

ডাকসু নিয়ে জামায়াত নেতার অশালীন বক্তব্যে ঢাবির নিন্দা ও প্রতিবাদ

১৯

প্রতিবার ঘরের মেঝে মোছার পরও কীভাবে ধরে রাখবেন সুগন্ধ

২০
X