নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসাবাড়িতে বানানো মদ বোতলে ভরে ৫০ টাকায় বিক্রি, আটক ২

মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই কারবারি। ছবি : কালবেলা
মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই কারবারি। ছবি : কালবেলা

নিজেদের বাসাবাড়িতেই মদ উৎপাদন করতেন পলাশ সিং (২০) ও বিজেট সিং (৪০) নামে দুই মাদক কারবারি। এরপর সেই মদ ছোট ছোট বোতলে ভরে ৫০ টাকা ও ১০০ টাকা করে বিক্রি করতেন স্থানীয় যুবকদের মাঝে। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এমন ব্যবসা করে আসলেও ২ হাজার ৭৯ লিটার মদসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই দুই মাদক কারবারি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার আবাদপুর এলাকা থেকে পলাশ সিং ও বিজেট সিংকে গ্রেপ্তার করেন নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার পলাশ সিং আবাদপুর এলাকার সুরেশ সিংয়ের ছেলে এবং বিজেট সিং একই এলাকার বিজেন সিংয়ের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, গ্রেপ্তার পলাশ ও বিজেট দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ধামইরহাট উপজেলার আবাদপুর গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছিল। পরবর্তীতে সেগুলো গ্রামের যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. ইমদাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসতবাড়িতে উৎপাদন করে সেগুলো সংরক্ষণ করতো বলে স্বীকার করেছে। পরবর্তীতে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১০

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১১

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৩

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৪

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৫

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৬

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

১৭

সুনামগঞ্জে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প

১৯

নাটোরে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

২০
X