মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসাবাড়িতে বানানো মদ বোতলে ভরে ৫০ টাকায় বিক্রি, আটক ২

মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই কারবারি। ছবি : কালবেলা
মদ তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার দুই কারবারি। ছবি : কালবেলা

নিজেদের বাসাবাড়িতেই মদ উৎপাদন করতেন পলাশ সিং (২০) ও বিজেট সিং (৪০) নামে দুই মাদক কারবারি। এরপর সেই মদ ছোট ছোট বোতলে ভরে ৫০ টাকা ও ১০০ টাকা করে বিক্রি করতেন স্থানীয় যুবকদের মাঝে। দীর্ঘদিন ধরে লোকচক্ষুর অন্তরালে এমন ব্যবসা করে আসলেও ২ হাজার ৭৯ লিটার মদসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই দুই মাদক কারবারি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার আবাদপুর এলাকা থেকে পলাশ সিং ও বিজেট সিংকে গ্রেপ্তার করেন নওগাঁর ধামইরহাটে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তার পলাশ সিং আবাদপুর এলাকার সুরেশ সিংয়ের ছেলে এবং বিজেট সিং একই এলাকার বিজেন সিংয়ের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, গ্রেপ্তার পলাশ ও বিজেট দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে ধামইরহাট উপজেলার আবাদপুর গ্রামে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছিল। পরবর্তীতে সেগুলো গ্রামের যুবকদের নিকট ৫০ টাকা ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রয় করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার মো. ইমদাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার রাতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাই মদ অবৈধভাবে নিজ বসতবাড়িতে উৎপাদন করে সেগুলো সংরক্ষণ করতো বলে স্বীকার করেছে। পরবর্তীতে নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের নিকট খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ধামইরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১০

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১১

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১২

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৩

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৪

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৫

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৬

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৭

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৮

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৯

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

২০
X