কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর তথ্যটি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৩০) উপজেলার বড়শালঘর ইউনিয়নের (মেন্দীআলী বাড়ি) মৃত হারুনুর রশিদের ছেলে।
এর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইস্টগ্রাম এলাকায় নিয়মিত অভিযান চলাকালে উপপরিদর্শক (এসআই) নিশান চন্দ্র বল ও এএসআই মো.মশিউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার থেকে দেশীয় একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি কমল কৃষ্ণ ধর বলেন, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন