বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ার সাতটি আসনে এনসিপির ১৪ নেতার মনোনয়ন উত্তোলন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে প্রার্থী হতে বগুড়ার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৪ নেতা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী নির্বাচনে প্রার্থী হতে তারা অনেক আগে থেকেই মাঠে কাজ শুরু করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ছিল এনসিপির দলীয় মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন।

৬ নভেম্বর তারা মনোনয়ন ফরম বিক্রি শুরু করে। আগামী ১৫ নভেম্বর তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

বগুড়া জেলা এসসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বগুড়ার সাতটি আসনেই মোট ১৪ নেতা দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম বুলবুল, স্থানীয় নেতা গোলাম রাব্বী হাসান (ফুলবাবু) রাকিবুল সানি, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে উপজেলা প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাচিয়া) আসনে জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জ্বিম, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন রনি ও মো. সৈকত আলী, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ড. মেহেরুল আলম মিশু, জেলা যুবশক্তি কমিটির সদস্য সচিব ইয়াসিন আলী হিমেল, খোকন মাহমুদ, বগুড়া-৬ (সদর) আসনে ডা. মো. এনামুল হক বাবু বিশ্বাস, ডা. আবদুল্লাহ আল সানী, মেহেদুল হাসান স্বপন এবং মুফতি আনাস খান।

এদিকে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দলটির জেলা যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফির প্রার্থী হওয়ার কথা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনে প্রার্থী হওয়ায় তার সম্মানে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেননি।

বগুড়া-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলনকারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইফুল ইসলাম বুলবুল বলেন, আমি অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল ভালো মনে করলে আমাকে মনোনয়ন দিবে।

অপর প্রার্থী গোলাম রাব্বী হাসান (ফুলবাবু) বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, সেবার মাধ্যম। আমি চাই বগুড়া-১ আসনের প্রতিটি মানুষ যেন উন্নয়নের সুফল পায়, যেন তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হয় এবং একটি সুশাসিত সমাজ প্রতিষ্ঠিত হয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়ন ফরম উত্তোলনকারী জাহাঙ্গীর আলম বলেন, একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুলেছি। এই আসনে আর কোনো প্রার্থী নেই। সে হিসেবে আমারই মনোনয়ন পাবার কথা। মনোনয়ন পেলে তিনি জয়ী হবেন বলে তার বিশ্বাস।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, কৃষি ও শিল্পে সমন্বিত অগ্রগতি, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আদর্শ রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে থাকবেন।

বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাফিয়া সুলতানা রাফি জানান, এখন পর্যন্ত বগুড়ার সাতটি আসনে ১৪ সম্ভাব্য প্রার্থী তাদের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। পরে দলের উচ্চ ফোরামে এসব প্রার্থীর প্রার্থিতা বিষয়ে যাচাই-বাছাই শেষে একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বগুড়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী বলেন, আমরা সব আসনেই প্রার্থী দেবার চেষ্টা করছি। এছাড়াও বেশ কটি উপজেলায় অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীর সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে তারাও আমাদের দলে যোগ দিয়ে প্রার্থী হতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের

ঢামেকে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ফ্যাটি লিভার থাকলে কোন তেল খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

ঢাবিতে ‘আর্ট ফর ইক্যুয়ালিট' ওয়ার্কশপের উদ্বোধন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪৬০ জন

ইতালিতে বেড়েছে বাংলাদেশিদের সংখ্যা

আলিম পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল রোববার

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাজু

ছাত্রদের অভিযোগ অসত্য, শয়তানের কাজ শয়তানি করা : এরশাদ

ছাত্রদের যৌন হয়রানি / বিভাগের শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দলের শিকার এরশাদ : আইনজীবী  

১০

ফ্রিজে রাখলেই দ্রুত নষ্ট হয় যে ৭ খাবার

১১

মেরিন সিটি মেডিকেল কলেজে আন্তর্জাতিক ফিজিকেল মেডিসিন দিবস উদযাপন

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রতিবন্ধী পরিবারের পাশে তারেক রহমান

১৩

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব : সেলিমুজ্জামান

১৪

সীমান্তে বিজিবির অভিযান, ৬২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৫

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু 

১৬

বগুড়ার সাতটি আসনে এনসিপির ১৪ নেতার মনোনয়ন উত্তোলন

১৭

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু 

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

১৯

জ্বালাও-পোড়াওয়ের রানি পালিয়ে বিদেশে আছেন : ডা. জাহিদ

২০
X