

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে গাজীপুরে ভবন ও বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কগ্রস্ত হয়ে অনেক উঁচু ভবন ও বাসাবাড়ির বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।
ভূমিকম্পে গাজীপুরের কালীগঞ্জের স্কুল মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে।
টঙ্গী স্টেশন রোড এলাকার বাসিন্দা ইকবাল বলেন, স্টেশন রোডে একটি ছয়তলা ভবন হেলে আরেকটি ভবনের সঙ্গে লেগে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে তেমন ক্ষয়ক্ষতির খবর এখনো আমাদের কাছে আসেনি।
মন্তব্য করুন