

কক্সবাজারের রামুর আলোচিত ১২ মামলার আসামি আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বাবলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন বাবলা উপজেলার মন্ডলপাড়ার মৃত আবু তাহেরের ছেলে। তিনি রামু উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি।
এ বিষয়ে রামু থানার পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বাবলাকে আগেও বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, ছিনতাই, মারামারি ও চুরিসহ ১২টি মামলা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে বাবলাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন