স্থানীয় সরকার দিবস পালনের মধ্য দিয়ে জনগণের সঙ্গে সরকারের মেলবন্ধন আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি। তিনি বলেন, সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে উপজেলা প্রশাসন আয়োজনে রেলি, আলোচনা সভায় মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মডেল থানা অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান সরকার, পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মনির হোসেন সরকার, মারুকা ইউনিয়ন চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভূইয়া, স্থানীয় সরকার আওতাধীন কর্মকর্তারা।
সভায় স্থানীয় সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
মন্তব্য করুন