কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

হকার-দোকানদার সংঘর্ষে কিশোরগঞ্জে শাটডাউন, প্রধান সড়ক অবরোধ

ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি করেন কিশোরগঞ্জের ব্যবসায়ী ও কর্মচারীরা। ছবি : কালবেলা
ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি করেন কিশোরগঞ্জের ব্যবসায়ী ও কর্মচারীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে ফুটপাত উচ্ছেদের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। কর্মসূচিকে কেন্দ্র করে পুরো শহরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা, জনসাধারণ ও যাত্রীদের মধ্যে ভোগান্তি চরমে পৌঁছেছে।

শাটডাউনের অংশ হিসেবে রথখলা, তেরীপট্টি, কাচারীবাজার মোড়, বড় বাজার, গৌরাঙ্গবাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এছাড়াও দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ফুটপাতে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী সমিতির নেতারা।

রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) রাতে শহরের রথখলা এলাকায় এক ক্রেতা হকারের কাছ থেকে পণ্য কেনার সময় ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে পার্শ্ববর্তী দোকান পাল ফেব্রিক্সের মালিক শুভ্র কর হকারকে জিজ্ঞেস করলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। হকারদের হামলায় শুভ্র কর ও কর্মচারী আউয়াল মিয়া আহত হন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে দোকানদার ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনার পর রাতেই দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা বিক্ষোভ করে ফুটপাত উচ্ছেদের দাবিতে রোববার শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন।

ব্যবসায়ী টুটুল মিয়া বলেন, শনিবার রাতে ফুটপাতে পণ্য ক্রয় করার সময় এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হোন। দোকানদার বিষয়টি হকারকে জিজ্ঞেস করায় হকাররা হামলা করেছে। প্রতিদিনই ফুটপাতে হকাররা ব্যবসা করায় যানজটের সৃষ্টি হয়। আর এই সুযোগে ভিড়ের মধ্যে ছিনতাইকারীরা ছিনতাই করে চলে যায়।

জাহাঙ্গীর আলম হীরা বলেন, অবিলম্বে হকারমুক্ত শহর চাই। আমরা দোকান মালিক আমাদের দোকানে তাদের জন্য প্রবেশ করতে পারি না। দোকানের সামনে ভ্যান নিয়ে ব্যবসা করে। দোকানে প্রবেশ করতে পারি না। তাদের কিছু বললে গালাগাল করে মারতে আসে। তাদের ভাব-সাবে বোঝা যায়, তারা মালিক আর আমরা ভাড়াটিয়া। তাদের রাজনৈতিক নেতারা শেল্টার দেয়, কিছু বলতে পারি না। প্রায় সময় কাস্টমারদের মারধর করে। পণ্য কিনতে না চাইলেও জোরপূর্বক দিয়ে দিতে চায়। তারা সিন্ডিকেট করে ব্যবসা করে, কেউ কোনো কিছু বললে সব হকার এক হয়ে আক্রমণ করে।

ব্যবসায়ী বিপ্লব সরকারের ভাষ্য, গত ৫ আগস্টের পর থেকে ফুটপাতে হকার বেড়ে গেছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কিছু বলতে গেলেই হামলা করে। শনিবারের ঘটনার মতো অনেক ঘটনা প্রায় সময় ঘটে। কোনো ব্যবসায়ী ভয়ে মুখ খুলতে সাহস পান না। পুরানথানা, বড় বাজার, গৌরাঙ্গ বাজার, তেরীপট্টি, কাচারিবাজার মোড়ে সব মিলিয়ে ১০ হাজারের বেশি দোকান হবে। সব ব্যবসায়ী একত্রিত হয়েছি। ফুটপাতের দোকান উচ্ছেদ চাই।

বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন দিলু বলেন, ফুটপাত দখল, অবৈধ দোকানপাট স্থাপন ও যত্রতত্রভাবে ভ্যানগাড়ির অবস্থানের কারণে চলাচলে নৈরাজ্য দীর্ঘদিনের। ফুটপাতজুড়ে হকারদের অবৈধ দখলদারিত্ব দীর্ঘদিন ধরেই শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক ব্যবসার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। অবৈধ দোকান, স্থাপনা ও ভ্যানগাড়ি উচ্ছেদ না হলে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, গতকাল শনিবার রাতের ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শহরজুড়ে পুলিশ মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

১০

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

১১

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

১২

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

১৩

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

১৪

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১৫

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১৬

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১৭

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৮

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৯

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

২০
X