

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে হঠাৎ করেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধের কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীসহ চালকরা।
জানা গেছে, সকল প্রকার নৌযান চলাচল বন্ধ থাকলে শুক্রবার ভোর সকাল থেকে ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে যাত্রী পারাপার করা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্ত এলাকায় ৫টি ফেরি লোড করে পাড়ে নোঙর অবস্থায় আটকে ছিল।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ১৪টি ফেরি চলাচল করছে।
মন্তব্য করুন