চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় হাসান আলী নামের এক ব্যক্তির হত্যা মামলায় তার স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরোয়ার জাহান এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক ইলিয়াস খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করায় ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত।
এর আগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় একটি বস্তা থেকে মো. হাসানের শরীরের টুকরো টুকরো অংশ উদ্ধার করে পিবিআই। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে লাগেজের ভেতর থেকে মরদেহের হাত-পা ও আঙুলের ৮ টুকরা খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করলে ঘটনা তদন্তে কাজ শুরু করে পিবিআই।
পিবিআইএর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২৭ বছর আলাদা থাকার পর হাসান তার স্ত্রী-সন্তানের কাছে ফিরে আসেন। কিন্তু হাসানকে মৃত সাজিয়ে তার ছেলে মোস্তাফিজুর জাতীয় পরিচয়পত্র তৈরি করে। হাসান ফিরে এলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ সেপ্টেম্বর রাতে স্ত্রী সন্তান মিলে তাকে খুন করে ও মরদেহ কেটে টুকরা টুকরা করে লাগেজ ও বস্তায় ভরে পতেঙ্গা ও আকমল আলী রোডের পাশে ফেলে দেওয়া হয়।
মন্তব্য করুন