শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত

নওগাঁর আত্রাইয়ে বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত। ছবি : কালবেলা
নওগাঁর আত্রাইয়ে বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত। ছবি : কালবেলা

নওগাঁর আত্রাই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় একের পর এক ভেঙ্গে যাচ্ছে নদীর বাঁধ। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন করে আত্রাই উপজেলার অন্তত আরো তিনটি স্থানে পাকা সড়ক ও বাধ ভেঙ্গে গেছে। এতে আত্রাই উপজেলা সদরের সাথে পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। এ ছাড়া মাঠের পাকা আউশ এবং রোপনকৃত আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে গেছে। পানিবন্দি আরও প্রায় ১০-১২ হাজার পরিবার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষ।

আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নুরুল ইসলাম জানান, আত্রাই নদীতে গত কয়েক দিনের তুলনায় বুধবার রাতে আরও পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে কাশিয়াবাড়ী-সমস পাড়া পাকা সড়কের বলরামচক শ্মশান ঘাট এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ পাকা সড়ক ভেঙ্গে যায়। এতে সোনাইডাঙ্গা, বাঁকা, কাশিয়াবাড়ীসহ কয়েকটি মাঠের পাকা আউশ ধান এবং রোপনকৃত আমন ধান পানির নিচে নিমজ্জিত হয়েছে। এ ছাড়া শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জগদাস গ্রামের জুয়েল হোসেন বলেন, বুধবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আত্রাই-সিংড়া পাকা সড়কের জগদাস বটতলী এবং এর সামান্য অদুরে শিকারপুর নামক স্থানে পানির চাপে এই দুই জায়গায় পাকা সড়ক ভেঙ্গে যায়। সড়ক ভেঙ্গে রাত থেকে ওই এলাকার জগদাস, খঞ্জর, বাকিওলমা, ওলমা, বিপ্রোবোয়ালিয়া ও জয়সারাসহ কয়েকটি মাঠের পাকা আউশ এবং রোপনকৃত আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে গেছে।

তিনি বলেন, তার প্রায় সাত বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পুকুর ডুবে পুকুর থেকে মাছ ভেসে গেছে।

তিনি আরও বলেন, গত বুধবার সকাল ১০টা থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ফলে চরম দুরাবস্থার মধ্যে পড়েছেন তারা।

আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়া উদ্দীন আহম্মেদ বলেন, নুতন করে পাকা সড়ক ভেঙ্গে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এতে নতুন করে আরও আট হাজারসহ গত দুই দিনে প্রায় ১০-১২ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

কৃষি কর্মকর্তা পলাশচন্দ্র বলেন, বন্যায় দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪৮৫ হেক্টর জমির ধান আক্রান্ত হয়েছে। এর মধ্যে বেশ কিছু পাকা ধানও রয়েছে।

আত্রাই উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম বলেন, বন্যার পানির তোরে কয়েকটি এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে গেছে। ফলে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে পানির কিছুটা চাপ কমলেই ভাঙ্গা খুঁটি পরিবর্তন করে দ্রুতই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, বন্যা দুর্গতদের সহায়তা করতে ইতোমধ্যে ১৬ মেট্রিক টন চাল বরাদ্ধ পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবকদের নিয়ে ভেঙ্গে যাওয়া অংশগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বন্যা দুর্গতদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৬টার মধ্যে আত্রাই নদীর নন্দনালী বেড়িবাঁধ ভেঙ্গে যায় এবং আত্রাই-বান্দাইখাড়া পাকা সড়কের নন্দনালী সরদারপাড়া তালতলা এলাকায় পাকা সড়ক পানির তোরে ভেঙ্গে যায়। এতে অন্তত এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পরে। এ ছাড়া বুধবার গভীর রাতে রাণীনগর উপজেলার নান্দাইবাড়ী হাফেজিয়া নূরাণী মাদ্রাসা এলাকায় নদীর বেড়িবাঁধ এবং এর আধা কিলোমিটার দূরেই দক্ষিণ নান্দাই বাড়ী বেরিবাধ ভেঙ্গে যায়। এ ছাড়া বুধবার বিকেলে আত্রাই-নওগাঁ সড়কের নান্দাইবাড়ী নামকস্থানে পাকা সড়ক ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সড়ক যোগাযোগ। এতে প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১০

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১১

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১২

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৩

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৪

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৫

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৬

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৭

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৮

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৯

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

২০
X