প্রতিটি দিনই নিয়ে আসে নতুন সম্ভাবনা, আশা, আর কখনো কখনো কিছু সতর্কবার্তা। জীবনের প্রতিটি মুহূর্তে, আকাশের গ্রহ-নক্ষত্রগুলোর চলাচল আমাদের ভাগ্য ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।
আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, কোন দিকে রাখবেন বিশেষ নজর, আর কোথায় থেকে পেতে পারেন সাফল্যের ইঙ্গিত। প্রেম, সম্পর্ক, কর্মজীবন, অর্থ ও স্বাস্থ্য—সব দিক জেনে নিন দিনের শুরুতেই।
চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কী বলতে চাচ্ছে আপনাকে।
মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)
আজ আপনার দিন শুরু হতে পারে হালকা চাপ ও অস্থিরতা দিয়ে। পারিবারিক দিকেও কিছু মতবিরোধ হতে পারে। তবে ধৈর্য রাখলে পরিস্থিতি নিজের অনুকূলে নিতে পারবেন। শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। অফিস বা ব্যবসার কাজে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা। গলা ও মাথাব্যথা দেখা দিতে পারে, সাবধান থাকুন।
শুভ রং: লাল শুভ সংখ্যা: ৯
বৃষ (২১ এপ্রিল–২০ মে)
দিনটি নতুন কিছু শুরু করার পক্ষে ভালো। ব্যবসায় ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা। আর্থিক স্থিতিশীলতা বাড়বে। বাড়িতে কারও স্বাস্থ্যজনিত কারণে দুশ্চিন্তা হতে পারে, তবে দীর্ঘস্থায়ী হবে না। প্রেম ও দাম্পত্যে মানিয়ে চলার পরামর্শ।
শুভ রং: সাদা শুভ সংখ্যা: ৬
মিথুন (২১ মে–২০ জুন)
চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ খরচ সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ সহকর্মীর ভুলে আপনাকে ভুগতে হতে পারে। ছাত্রছাত্রীদের নতুন কিছু শিখতে মন বসবে। ঘুমের অভাব দূর করার চেষ্টা করুন।
শুভ রং: সবুজ শুভ সংখ্যা: ৫
কর্কট (২১ জুন–২০ জুলাই)
আজ আপনি নিজেকে অনেকটা হালকা ও উদ্যমী অনুভব করবেন। পুরনো কোনো জটিলতা কেটে যাবে। প্রেমের সম্পর্কে ভরসা বাড়বে। আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। আর্থিক দিকেও দিনটি শুভ।
শুভ রং: হালকা নীল শুভ সংখ্যা: ২
সিংহ (২১ জুলাই–২০ আগস্ট)
নিজের কাজের ওপর আস্থা রাখুন। কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও তা অতিক্রম করতে পারবেন। বাড়ির কোনো সদস্যের সঙ্গে মতের অমিল হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আনন্দ দেবে। মাথা ঠান্ডা রাখুন, বড় সমস্যা এড়ানো সম্ভব।
শুভ রং: গাঢ় হলুদ শুভ সংখ্যা: ১
কন্যা (২১ আগস্ট–২২ সেপ্টেম্বর)
আপনার পরিকল্পনা আজ বাস্তব রূপ নিতে পারে। আয় বৃদ্ধি ও সঞ্চয়ের পথ খুলে যাবে। ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়বে। ঘরবাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আর্থিক সাফল্য অব্যাহত থাকবে।
শুভ রং: বাদামি শুভ সংখ্যা: ৮
তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)
পারিবারিক পরিবেশে শান্তি থাকবে। নিজের বুদ্ধিমত্তা দিয়ে কাজের সমস্যা সমাধান করতে পারবেন। দাম্পত্যে ভুল বোঝাবুঝি কেটে যাবে। মানসিকভাবে চঞ্চল অনুভব করতে পারেন, তাই নিজেকে ব্যস্ত রাখুন।
শুভ রং: হালকা গোলাপি শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)
দিনটি নিজের মত করে কাটানোর চেষ্টা করুন। সৃজনশীল কাজে মন বসবে। অর্থ বিনিয়োগে সাবধানতা জরুরি। প্রেমে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়াই ভালো। শরীরের দিকে বিশেষ নজর দিন।
শুভ রং: গাঢ় নীল শুভ সংখ্যা: ৭
ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)
দীর্ঘদিন ধরে চলা কোনো কাজ আজ সফল হতে পারে। চাকরি বা ব্যবসায় ইতিবাচক সাড়া মিলবে। সামাজিক যোগাযোগ বাড়বে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে পেটের সমস্যা দেখা দিতে পারে।
শুভ রং: কমলা শুভ সংখ্যা: ৪
মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)
প্রতিযোগিতামূলক কাজের জন্য দিনটি ভালো। নিজের সিদ্ধান্তে আস্থা রাখুন। ঊর্ধ্বতনদের মন জয় করার সুযোগ পাবেন। কোনো সামাজিক অনুষ্ঠানে যোগদান আনন্দ আনবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে।
শুভ রং: ধূসর শুভ সংখ্যা: ১০
কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)
বন্ধুদের সঙ্গে যোগাযোগ বাড়বে। পুরনো কোনো ভুল শুধরে নিন। অর্থে লাভের ইঙ্গিত রয়েছে, তবে খরচ সামলে চলা উচিত। প্রেমে নতুন বাঁক আসতে পারে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
শুভ রং: আকাশি শুভ সংখ্যা: ১১
মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)
নতুন সুযোগ আসতে পারে, কাজে লাগাতে পারলে উপকার পাবেন। কারও কাছ থেকে প্রস্তাব পেতে পারেন—চিন্তা করে সিদ্ধান্ত নিন। পরিশ্রমের ফল মিলবে। পরিবারে ভালো সময় কাটবে। শরীরের দুর্বলতা নিয়ে চিন্তা করবেন না, বিশ্রাম নিন।
শুভ রং: বেগুনি শুভ সংখ্যা: ১২
মন্তব্য করুন