স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১১:১৭ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

বার্সেলোনার ‘নতুন ১০ নম্বর’ ইয়ামাল

মেসির ১০ নম্বর হাতে ইয়ামাল। ছবি : সংগৃহীত
মেসির ১০ নম্বর হাতে ইয়ামাল। ছবি : সংগৃহীত

১৮ পেরোনো মাত্র কয়েকদিন। আর এর মধ্যেই হাতে উঠল ক্যাম্প ন্যুর সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহ্যবাহী জার্সি—বার্সেলোনার নম্বর ১০। হ্যাঁ, লামিনে ইয়ামালই এখন সেই জার্সির উত্তরসূরি, যে জার্সি একসময় মেসির পিঠে ছিল, আর তার আগেও ছিল ম্যারাডোনা, রোনালদিনহো কিংবা রিভালদোর গায়ে।

ক্লাবটির পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ইয়ামালকেই ২০২৫-২৬ মৌসুম থেকে দেওয়া হচ্ছে কিংবদন্তি লিওনেল মেসির সেই নম্বর ১০। আনসু ফাতির মোনাকোতে ধারে চলে যাওয়ার পর এই জার্সি ছিল ফাঁকা।

নতুন জার্সি ঘোষণার দিনে ইয়ামাল বললেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলা, আর সেটা করতে চাইতাম ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটা ছেলের এই স্বপ্ন থাকে। মেসি নিজের পথ তৈরি করেছে, এখন আমি আমারটা গড়ব।’

এই উপলক্ষে ইয়ামালের পরিবারকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে নতুন জার্সি দেওয়া হয়। সেইসঙ্গে উদযাপন হয় তার দীর্ঘমেয়াদি চুক্তি—যা ২০৩১ সাল পর্যন্ত চলবে।

মাত্র ১৮ বছর বয়সেই ক্লাবের হয়ে ১০৬টি ম্যাচ, গোল ২৫টি। এরই মধ্যে স্পেনের হয়ে ইউরো জিতেছেন। বার্সেলোনার হয়েও জিতেছেন দুইটি লা লিগা, একটি কোপা দেল রে ও একটি সুপারকোপা।

জার্সির নম্বরও বদলেছে ধাপে ধাপে। ২০২২-২৩ মৌসুমে তার জার্সি নম্বর ছিল ৪১, পরের বছর ২৭, গত মৌসুমে ১৯—যেটা মেসিও একসময় পরতেন। এবার সরাসরি ১০!

লামিন ইয়ামাল তার আদর্শদের—মেসি, রোনালদিনহো ও ম্যারাডোনার—ছবি পোস্ট করে আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই বদলের। কিন্তু তিনি জানেন, ১০ নম্বর মানেই শুধু সম্মান নয়, দায়িত্বও।

‘আমি এখনও চ্যাম্পিয়ন্স লিগ আর বিশ্বকাপ জিতিনি। এখন এই দুটোই আমার লক্ষ্য।’

বিতর্কের ছায়া, ইয়ামালের জবাব

সম্প্রতি তার জন্মদিন পার্টিতে বামন অভিনয়শিল্পী নিয়োগ নিয়ে স্পেন সরকারের পক্ষ থেকে তদন্ত চলছে। তবে ইয়ামাল এসব প্রসঙ্গে মুখ খুলতে নারাজ।

‘আমি বার্সার খেলোয়াড়। কিন্তু ক্লাব ক্যাম্পাসের বাইরে আমার নিজের জীবন আছে, যেটা আমি উপভোগ করি। পরিবারের বাইরে কারও প্রশংসা বা সমালোচনা আমার কাছে বড় নয়।’

কিংবদন্তিদের পদচিহ্নে, নিজের ছাপ ফেলার সময়

মেসি, রোনালদিনহো, ম্যারাডোনা, রিভালদো, রোমারিও—বার্সার ১০ নম্বর জার্সি তাদের ইতিহাসের অংশ। সেই তালিকায় এবার নাম লেখালেন লামিন ইয়ামাল। কিন্তু তিনি চান, নিজের গল্প লিখতে। নিজের ১০ নম্বরকে আলাদা অর্থ দিতে।

সেই গল্পের শুরুটা তো হলো বুধবার, ক্যাম্প ন্যুর আলোঝলমলে এক সন্ধ্যায়। এখন অপেক্ষা, মাঠে সেই ১০ নম্বর কতটা উজ্জ্বল হয় ইয়ামালের পায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপুলিশ বোটে আগুন, গুরুতর আহত এক

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অস্থায়ী মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই : শামা ওবায়েদ

রাজধানীতে আজ কোথায় কী

সকাল থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায় 

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দাম, নতুন ইতিহাস

রাজশাহীসহ উত্তরাঞ্চল সফরে তারেক রহমান, জিয়ারত করবেন শাহ মখদুমের মাজার

২৯ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান ইরানের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় জবিতে বিক্ষোভ

১২

বিএনপির জয় নিশ্চিত বুঝেই ষড়যন্ত্র হচ্ছে : আবদুস সালাম

১৩

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায়

১৪

কিপারের হেডে রিয়ালের পতন

১৫

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা বিএনপির অঙ্গীকার : রবিউল

১৭

বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

১৮

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

১৯

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

২০
X