দীর্ঘদিন থেকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকার বেদে জনগোষ্ঠীর সদস্যদের পৌর নাগরিকত্ব ও হাউসহোল্ডিং নম্বর না দেওয়া ও বিভিন্ন হয়রানির অভিযোগ ওঠে পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ জুন) এলজিইডি মন্ত্রণালয়ের পলিসি ও সাপোর্ট অধিশাখার যুগ্ম সচিব মো. এমদাদুল হক চৌধুরী স্বাক্ষরিত একটি পরিপত্রে বেদেদের নাগরিকত্ব দেওয়া ও অভিযুক্ত মেয়র হাবিবুর রহমান মানিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে চিঠি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকায় জমি কিনে দীর্ঘদিন থেকে বসবাস করেছেন ৭০-৮০টি পরিবারের বেদে সদস্যরা। কিন্তু মেয়র বেদে জনগোষ্ঠীর সদস্যদের নাগরিকত্ব ও হাউসহোল্ডিং দেওয়ার আবেদন গ্রহণ করছেন না। তিনি সরকারি বিভিন্ন দপ্তর, যেমন—জেলা প্রশাসক বা ইউএনও কাছে যেতে বলছেন। সেখান গিয়েও কোনো লাভ হচ্ছে না । তিনি বিভিন্ন অজুহাতে বেদের হয়রানি করছেন।
এ ব্যাপারে মেয়র হাবিবুর রহমান মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন ধরনের স্থানীয় চাপের কারণে বেদেদের নাগরিকত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতার দায় কার—তাকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।
বেদে সদস্যরা জানান, স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এদের নাগরিকত্ব প্রদানের জন্য সুপারিশ করেও কোনো গুরুত্ব দিচ্ছে না মেয়র হাবিবুর রহমান।
মাধবপুর উপজেলার শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান জানান, নাগরিকত্ব ও হাউসহোল্ডিং নম্বর দেওয়া এখতিয়ার শুধু পৌরসভার মেয়রের। সরকার পিছিয়ে পড়ে থাকা গোষ্ঠীর জন্যে কাজ করে যাচ্ছে। তবে এদের জন্য মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে মেয়রের বিরুদ্ধে আমরা যথেষ্ট আশাবাদী। দ্রুত পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মন্তব্য করুন