বরিশালে আড়াই হাজারটি ইয়াবাসহ রাসেল হাওলাদার (৪২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার চরবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রাসেলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে থাকা চায়ের ফ্লাস্ক থেকে ২ হাজার ৪৯০টি ইয়াবা, মাদক বিক্রির ১ লাখ ৩ হাজার ২০০ টাকা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রী শিরিন বেগমকেও আটক করা হয়।
তিনি আরও জানান, ইয়াবা বিক্রির জন্য লোকালয় থেকে বিচ্ছিন্ন এলাকায় থাকতেন রাসেল ও তার পরিবার। পারিবারিকভাবে মাদক কারবার করেন তারা। এ ছাড়া শুধু কাউনিয়া থানাতে রাসেলের নামে ১২টি মামলা রয়েছে।
ওসি আরও জানান, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হন রাসেল হাওলাদার। তার বাড়িটি এলাকায় ‘ইয়াবার হাট’ নামে পরিচিত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন