রংপুরের মিঠাপুকুরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে মিঠাপুকুর ভবনে ইমাম সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ও মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেক রহমান। সম্মেলনে উপজেলার ১৭টি ইউনিয়নের দুই সহস্রাধিক ইমাম উপস্থিত ছিলেন।
আয়োজিত ইমাম সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আফসার মিয়া। অনুষ্ঠানে মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মুফতি আখেরুজ্জামান আজাদী, অধ্যক্ষ মেসবাহুর রহমান, চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল, দুর্গাপুর চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার, শঠিবাড়ি কাচারি জামে মসজিদের ইমাম মুফতি বেলাল আহমদ, মাওলানা মাছুম বিল্লাহ প্রমুখ। আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সম্মেলনে উপস্থিত ইমামদের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের কল্যাণে চলমান উন্নয়নের ধারাকে গতিশীল রাখার লক্ষে ইমাম, মুয়াজ্জিন ও আলেম সমাজের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি যে কোনো অপশক্তির ধ্বংসাত্মক ও নাশকতাসহ দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান রাশেক রহমান।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
মন্তব্য করুন