রংপুর-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাশেক রহমান বলেছেন, ‘বিএনপি-জামায়াতের অনুপস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে নির্বাচনে দাঁড়াচ্ছে, তাদের স্বতন্ত্র কিংবা বিদ্রোহী বলতে পারেন। কিন্তু এদের অনেকের পেছনেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিষ্কার বিএনপি ও জামায়াতের সমর্থন রয়েছে। সুতরাং বিএনপি-জামায়াত যতই বলুক এই নির্বাচনে আসেন নাই তারা কিন্তু এই নির্বাচনে আছে, নির্বাচনে থাকবে। দলছুট বিপথগামী ব্যক্তিদের ব্যবহার করে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে পরাস্ত করার চেষ্টা করবে। কিন্তু সেটা কোনোদিনই সম্ভব হবে না।’
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসানের কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে তিনি ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে আসেন। সেখান থেকে সড়কপথে হাজার হাজার কর্মী সমর্থক তাকে বরণ করে নেন। পরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
রাশেক রহমান বলেন, আমি আওয়ামী লীগের প্রার্থী। দেশের মানুষ জানে দেশের জন্য আওয়ামী লীগ কী করতে পারে, জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য কী করেন সেই জায়গা থেকে আমি মনে করি, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমার নির্বাচনী এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ যখন দুর্দান্ত রাজনীতিক ছিলেন তখনো আমার বাবা রংপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ধারাবাহিকভাবে পরিসংখ্যানে নৌকার প্রার্থীরাই বিজয়ী হয়ে আসছেন। এবারও নির্বাচিত হবে নৌকা।
মন্তব্য করুন