মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ
সকাল-সন্ধ্যা হরতাল

মানিকগঞ্জে ৬ যানবাহনে অগ্নিসংযোগ 

মানিকগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা
মানিকগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে মানিকগঞ্জের তিনটি উপজেলায় ছয়টি যানবাহনে অগ্নিসংযোগ করেছেন দুর্বত্তরা। তবে যানবাহন আগুনে পুড়লেও কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ অক্টোবর) এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের র‌্যাব-৪ এর আঞ্চলিক কমান্ডার লেফট্যানেন্ট মো. আরিফ হোসেন।

এদিকে জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র‌্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

জানা গেছে, রোববার মধ্যে রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানরা এলাকায় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ভোরে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘিওর উপজেলায় সকাল সাড়ে ৮টায় তরা এলাকায় যাত্রীবাহী বাস ও একই উপজেলার মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কের উভাজানী এলাকায় একটি সিএনজিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

বিএনপি জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেও ঢাকা-আরিচা মহাসড়কসহ জেলার আঞ্চলিক সড়কগুলোতে সকালে যানবাহন চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল বেড়ে যায়। এ ছাড়াও জেলার বিভিন্ন জায়গার শপিংমলের দোকানসহ রাস্তার আশপাশের দোকান ও জেলার বিভিন্ন এলাকার বাজারের দোকান খোলা ছিল। তবে ঢাকা-আরিচা মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে আজকে যানবাহন ও যাত্রী কম ছিল।

এ বিষয়ে ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, ঢাকা-আরিচার মহাসড়কের তরা এলাকায় সকালে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীদের বাস থেকে নামিয়ে আগুন ধরিয়ে দেয়, অন্যদিকে দুপুরে মানিকগঞ্জ-ঝিটকা আঞ্চলিক সড়কের উভাজানী এলাকায় একটি সিএনজিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশের টিম কাজ করছে বলে জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ওসি সুকেন্দ বসু বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে আমাদের নিয়মিত মোবাইল টিমের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

মানিকগঞ্জের র‌্যাব-৪ এর আঞ্চলিক কমান্ডার লেফট্যানেন্ট মো. আরিফ হোসেন জানান, মানিকগঞ্জের সিংগাইর, সদর ও ঘিওর উপজেলায় যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের তিনটি টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১, জিপিএ-৫ কত?

এইচএসসি পরীক্ষায় কোন বোর্ড এগিয়ে, পিছিয়ে যে বোর্ড

২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই অকৃতকার্য 

‘জীবনের প্রথম ভোট, খুবই ভালো লাগছে’

এইচএসসিতে জিপিএ ৫-এর সংখ্যা কমলো অর্ধেকেরও বেশি

তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, কোন বোর্ডে পাসের হার কত

ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী

‘যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে তা কষ্ট দেয়'

সাবেক এমপি শিবলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

১০

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

১১

চুলা তৈরির সময় মাটি খুঁড়ে পাওয়া গেল ৭১ রাউন্ড গুলি

১২

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

১৩

যমুনা ব্যাংকে চাকরি, বয়স ৪৫ হলেও আবেদন

১৪

রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু

১৫

অবশেষে সুলাইমানিয়ার আকাশপথ খুলে দিল তুরস্ক 

১৬

বাস কাউন্টারে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

১৭

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৮

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৯

ঐতিহাসিক আল-রাবিয়া মসজিদ আবার খুলে দেওয়া হয়েছে

২০
X