যশোরের অভয়নগর উপজেলায় সন্ত্রাসীদের বোমা (ককটেল) হামলায় জিয়া ফকির (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিয়া ফকির একই এলাকার মৃত ওহাব ফকিরের ছেলে।
পুলিশ জানায়, নিহত জিয়া নিষিদ্ধ সংগঠন চরমপন্থি দলের সদস্য ছিল। তার নামে অভয়নগর থানাতে হত্যাসহ ৪টি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জিয়া ফকির রানাগাতী গ্রামের উত্তরপাড়া মসজিদ মাদ্রাসা বটতলা নামে একটি স্থানে চায়ের দোকানে বসে ছিলেন। রাত ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। একটি বোমা তার শরীরে গিয়ে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রানাগাতী গ্রামের ওহাব ফকিরের ছেলে জিয়া ফকিরের নামে একটি বাহিনী আছে। সেটি জিয়া বাহিনী নামে পরিচিত। তার নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জিয়া ফকির দীর্ঘদিন ঢাকায় পালিয়েছিলেন। মাস তিনেক আগে তিনি এলাকায় ফিরেছেন।
অভয়নগর থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ বলেন, কে বা কারা তাকে লক্ষ্য করে একটি ককটেল মারে। ককটেলটি তার পেটে ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। জিয়া চরমপন্থি দলের সদস্য ছিল। তার নামে কমপক্ষে চারটি মামলা রয়েছে। কারা ও কেন এই বোমা হামলা চালিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
মন্তব্য করুন